সেঁওতির ভাঁজে গোধূলি এঁকে দিই।
মাছরাঙা ঠোঁটে সন্ধ্যা নামলে যুবতী
নদী নাব্যতা হারায় ফ্রকের আড়ালে। একদিন সব নদী মরে যাবে,
তারপর মরার সাধ ভুলে বেঁচে উঠবে
তোমার নূপুরের সুরে বৃষ্টি নামলে । চলো হঠাৎ একদিন,
বসন্ত সাজায় উদ্ভাস্ত প্রেমিকদের বুকে
ঠোঁটে চুমোর সুনামি এনে

