তোমাদের মনে পড়ছে; তোমরা এখানে ছিলে
তোমরা ভালবাসতে রূপোর নূপুর, সবসময় পরতে
তোমরা প্রজাপতির মতো উড়তে, নাচতে
কিন্তু তোমাদের নূপুরগুলোতে শব্দ হ’তো না
আর আজও অজ্ঞাত ও রহস্যাবৃতই তা;
তোমরা ভালবাসতে শিশিরভেজা সবুজ পাতা
চাইতে, বারোমাসই এরকম শীত থাক শহরে
আসন্ন বসন্তের জন্য আমরা উদগ্রীব