তোরও যখন আমার মতো অসুখ হবে
অসুখ হবে ভালোবাসার,
অসুখ হবে একটুখানি প্রিয় কারো কথা শোনার।
শোন! কোনো নোটিশ ছাড়াই চলে আসবি,
আমি তোকে জীবন দেখাবো— বুঝলি?
আয় চলে আয় আমি তোকে জীবন দেখাবো।
একলা আমি কেমন আছি একটা তোকে ছাড়া,
তোর শোকেতেই ছাড়ালাম কত কিছুই—
আমি আবার সেই আমার,
দৃশ্যপট : ১
এ কোন বিশাল শূন্যতায় ডুবে যাচ্ছে মন ? নিজেকে বড্ড বেশি একা লাগে আজকাল। অধরার সাথে সেই কবে কথা হয়েছিলো, তা ঠিক মনে নেই। ভেতরটা কেমন যেন খালি, খালি লাগে। শরৎ এসে চলে যায় কাশফুল গুলো অভিমানে