পেলাম না কবিতার দেখা,
মেঘেদের ডাকে বিদ্যুৎ রেখায়
অালোর নৃত্য চলে অন্ধকারের দুয়ারে।
মনে পড়ে
বাবার বা হাতে আমার ডান হাত বন্দী
বাবা ডান হাতের ছাতাতে বৃষ্টির ঝাপটা সামলাতেন
আমার চেষ্টা ছিলো হাত মুক্ত করে এক দৌড়ে
পাকা রাস্তায় যাবো। ভবিতব্য এনে ছেড়ে দিয়েছে
বর্তমানকালের চৌরাস্তা

