খেয়ালী মন-এর ব্লগ
বাবা দিবসে ... বিনিদ্র রাতের ভাবনা
বাবা দিবসে ... বিনিদ্র রাতের ভাবনা
স্তব্ধ শ্রাবণ রাতে
পেলাম না কবিতার দেখা,
মেঘেদের ডাকে বিদ্যুৎ রেখায়
অালোর নৃত্য চলে অন্ধকারের দুয়ারে।
মনে পড়ে
বাবার বা হাতে আমার ডান হাত বন্দী
বাবা ডান হাতের ছাতাতে বৃষ্টির ঝাপটা সামলাতেন
আমার চেষ্টা ছিলো হাত মুক্ত করে এক দৌড়ে
পাকা রাস্তায় যাবো। ভবিতব্য এনে ছেড়ে দিয়েছে
বর্তমানকালের চৌরাস্তা পড়ুন
কবিতা | ৫ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৯৯ বার দেখা | ১৪৭ শব্দ ১টি ছবি
হিরন্ময় ঘৃণা
হিরন্ময় ঘৃণা
রাতের তীব্রতায় উড়ে যায় গৃধিনীর
ডানার নীচে থাকা শ্বেতশুভ্র বরফের নির্মাণ।
আকীর্ণ শহরের প্রলুব্ধ রঙ চোখের কোণে
রক্তজবা হয়ে জেগে ওঠে স্বপ্নের ঘোরে।
নিস্তব্ধতা জানিয়েছে আজ ইন্দ্রচাপ ছুঁড়ে দিলে
রামধনুর বুকে আঘাত লাগে না কোন।
ইচ্ছের নীলাভতম সুর জন্মে বিষণ্ন শহরের মিছিলে পড়ুন
কবিতা | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৬৯ বার দেখা | ১৩৩ শব্দ ১টি ছবি
পিট্টান
পিট্টান
ঠিক একদিন চলে যাব
সব সুখ ভালোবাসা, আর
দুঃখ কষ্টকে সাথী করে।
চলে যাব বসন্তের বাতাসে মত
চলে যাব গোধূলি রক্তিম আলো অঙ্গে মেখে।
অবক্ষয়ে সুর বুকে নিয়ে চলে যাব যে দিন
তোমার অমলিন লাজুক হাতের ইশারা,
বাঁকা চোখের শাসন আমাকে ফিরাতে পারবে না। আমাকে নিয়ে যাবে কোন পড়ুন
কবিতা | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২৫৩ বার দেখা | ১৬৬ শব্দ ১টি ছবি
সত্যের আধারে অভিমান
সত্যের আধারে অভিমান
মুক্তাগুলো অশ্রু হলো আজ
পরবে কোথায় ময়ূরকণ্ঠী হার?
চোখের কোণে এক সাগরের জল
হৃদয় তবু সাগর জাহাজ খোঁজে। পাল ছেঁড়া সেই জাহাজ সাগর জলে
খুঁজেফিরে ছোটো কোনো দ্বীপ,
কম্পাসটি তার কাজ করে না আজ
কী লাভ বলো অভিমানী হলে? ফুলের বুকে লুকিয়ে থাকা ভ্রুণ
পায় কী সদা মেঘপরীদের দেখা?
কিছু পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২৮৫ বার দেখা | ১০২ শব্দ ১টি ছবি
আমার বয়সি স্বভাব ♥
আমার বয়সি স্বভাব ♥
জীবনপথে বিভাজন সমর্পিত বিষ
বালু দাগ মুছে দেয় বাতাসের শীষ;
তবু আমি জেগে থাকি ভাঙ্গনের পথে
স্বপ্নের চলাচল নির্ভীক রথে।
পথ হাসে, রথ হাসে, হাসে কত জন
বেখেয়ালে পণ্য যাপিত জীবন;
কষ্টের সখা আসে গাঢ়তর রাত
দু কলম লিখে রাখে আমার বরাত। চোখ জ্বলে জলপরে সুখ খোঁজে মন
সুখের পড়ুন
কবিতা, জীবন | ৫ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৮০৭ বার দেখা | ৮৫ শব্দ ১টি ছবি
হারানো অলকানন্দা
প্রথম হলুদ রঙের অলকানন্দা দেখেছিলাম
চিম্বুক পাহাড়ে শ্রাবণের এক ক্ষণে।
বৃষ্টির বারি’তে ভেজা পাহাড়ে ফোটা ফুল
কেমন যেন আড় চোখে তাকিয়ে ছিলো আমার দিকে। তার স্নিগ্ধতায় আমি
বেমালুম ভুলে গিয়েছিলাম সময়ের পদযাত্রা,
কতটা সময় চলে গিয়েছিলো মনে নেই আজ
ঝিরঝির বাতাসে ঝরে পড়া ফুল তুলে নিয়েছিলাম,
সাজিয়ে পড়ুন
কবিতা | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৯৮ বার দেখা | ১৬৪ শব্দ
নন্দিত দুঃখবোধ
নন্দিত দুঃখবোধ
পাল্টে যাওয়া নদীর শরীর আজ
জোয়ার ভাটায় মাটির শরীর ভাঙ্গে,
অঙ্গনে থাকা কনক সুগন্ধ হৃদয়;
থেকে থেকে সুখের স্বপ্ন আঁকে।
স্বপ্নে দেখা সকল সুখের দিন
বসবাস করে প্রলয় জতুগৃহে
সব সুখ বন্দী হয় না খাঁচায়
কিছু ভালোবাসা শব হয়ে যায় ভুলে। অতলান্ত শব্দের গভীরতায়
জীবন তৃষ্ণা আঁধারের পথে পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৭৭ বার দেখা | ১০২ শব্দ ১টি ছবি
বিচ্ছেদের সঙ্গীত
বিচ্ছেদের সঙ্গীত
বুকে জমে আছে শ্রাবস্তীর ইতিহাস
বয়ে গেছে কত অলকানন্দার জল
ভেসে যাওয়া দিনের শুভ্র মেঘের দল
শ্যামল গাঢ় হয়ে ঝরে ঝড়ের কোলাহলে;
বেঁচে থাকা দিনে তপ্ত বালির দহন
থেকে থেকে আজ জীবনের কথা বলে। কাব্যের প্রেমে শব্দের সংস্কারে
ক্লান্তির ফুল ঝরে পড়ে আঙ্গিনায়
জাগ্রত প্রেমের প্রার্থনা সঙ্গীত
পার্থিব সুখ পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৭৩ বার দেখা | ৯৩ শব্দ ১টি ছবি
শব্দঋণ
শব্দঋণ
নিঃশব্দের শব্দঋণ জমে আছে
বুকের গভীরে গাঢ় রাতের মত,
চোখের কোণে টলটলে বৃষ্টিজল তবুও
কোথাও বৃষ্টি হয়নি;
অাশাহত স্নিগ্ধতা জেগে আছে অপ্রাপ্তির সবুজ ঘাসে। একদিন সোনালী বিকেলে হলুদ পাখি
হারিয়েছে তার নীড়ে ফেরার স্বাধীন ইচ্ছা,
একদিন ঘরের চৌকাঠ পেরিয়ে দেখি
উঠানের কোলঘেঁষা কৃষ্ণচূড়া গাছটি শুকিয়ে গেছে,
একদিন সিগারেটের পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২১৪ বার দেখা | ১০৫ শব্দ ১টি ছবি
নীল খামের ভালবাসা
নীল খামের ভালবাসা
নীল খামে ভরে পাঠিয়েছিলে যে ভালোবাসা
আজ তাকে মনে হয় কলমী লতার ফুল
ভেসে থাকা প্রাণ চোখের জলের সাথে
স্বপ্নের মাঝে হারায় অমরাবতী। ফাগুনের আগুনে হৃদয়ে দাবানল
সবুজ পাতারা হলুদ হয়ে ঝরে
তোমার আমার জীবনের দোলাচল
অচল গল্পের মুলতবি টেনে আনে। রাতের আকাশে আঁধারের ঘোরে
নক্ষত্রপথে চপলা চঞ্চল আলো,
দূর পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২৬৪ বার দেখা | ৮৯ শব্দ ১টি ছবি
হতভাগা চাঁদ
হতভাগা চাঁদ
আজকে রাতে চাঁদ খেয়েছে আমাকে
আমিও এক আধপোড়া রুটি চাই
ঘুমিয়ে যাবো ভেবেও জেগে আছি
বুকের ভিতরে ছুঁচোর কেত্তন
শুনছি বসে ঠায়। আজকে রাতে চাঁদের হামাগুড়ি
শরীরে বেশ লাগছিল সুড়সুড়ি:
মাঝে মাঝে হাসির কাঁপুনি এসে
জ্বরের বেশে ছড়িয়ে পড়ে গায়,
চাঁদ জানে না নিজের উষ্ণতা
বিপদ সীমায় জোৎস্না যতই পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১০৩৪ বার দেখা | ৭৫ শব্দ ১টি ছবি
পালক ঝরে পড়া বসন্তকাল
পালক ঝরে পড়া বসন্তকাল
এই বসন্তেও আমার আরো একটি পালক খসে পড়েছে
শুক্লা দশমীর আদুরে চাঁদ যেমন তাঁর রাত কাটিয়ে
হেঁটে যায় শেষ মৃত্যু পূর্ণিমার দিকে ঠিক তেমনই
এই আলোর অানন্দ শেষে শুরু হবে নূতন যাত্রা
হীম অাঁধারে পথে অনুভূতিহীন শরীর ফেলে রেখে
হেঁটে হেঁটে চলে যাবো কোন কল্পিত পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৫২ বার দেখা | ১৫৫ শব্দ ১টি ছবি
অন্ধকারের ক্ষরণ
শরীরে জেগেছিলো বিষধর কেউটের ছোবল
জীবনের পোড়খাওয়া অাগুন
বিভাজনে টানে ভেসে যায়
সময়ের মাঝ সমুদ্রে,
বিধাতার ভাগ্যলিখন দোষে দুষ্ট
সমর্পিত সময়,
আমি কোথাও পরিকল্পিত
সুখের জীবন দেখিনা। খসেপড়া সময় বৈদিক যুগের মত ফিরে আসে
মোহনার কাছে,
গাঙচিল ডানার ভাঁজে মেখে নেয়
রোদের বিন্যাস;
বেহুলার ভাসান পালাতেও
জেগে ওঠে প্রাণ।
সবটাই সময়ের ক্ষত
যেখানে
পাতায় পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২৮১ বার দেখা | ১০০ শব্দ
অচির প্রেমের ঝড়
অচির প্রেমের ঝড়
অামার একটি দুপুর নূপুর পায়ে
সন্ধ্যা তারা খোঁজে
আমার এক বিকেলে উদাসি হাওয়া
হৃদয়ের ঘরে তোমাকে না বোঝে।
আমার তুলসি তলার সন্ধ্যা প্রদীপ
রাত জেগে যায় সুখের আশায়
আমার মন গহীনে স্বপ্নের নদী
ভর দুপুরে দু’কুল ভাসায়। আমি সকালবেলা দুপুর হারাই
সন্ধ্যাকালে রাত
আমি পূবের আলো পশ্চিমে পাই
এমনই বরাত।
আমি জাগরণে পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩১৪ বার দেখা | ৬৯ শব্দ ১টি ছবি
শীতল প্রতিফলন
শীতল প্রতিফলন
অামাকে ফিরিয়ে দিয়ে
ঘরে ফিরে গিয়ে অায়নাতে নিজেকে দেখ
দেখতে পাবে তোমার কপালের মাঝ বরাবর
লাল টিপটি আর নেই।
আমাকে ফিরিয়ে দেবার পরে, তোমার
অনুভুতি গুলো হারাবে তার উষ্ণতা
নরোম বিছানায়, বালিশে আর আরাম কেদারায়। আমি ফিরে আসার পরে, তোমার
কটিবন্ধনীতে থাকা চাবির গোছা
খসে পরবে সুতীব্র চিৎকারে জীবনের পড়ুন
কবিতা | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৪৮ বার দেখা | ১০২ শব্দ ১টি ছবি