একজন নিশাদ-এর ব্লগ

এখানেই একচিলতে আকাশে সঞ্জীবনী অন্বেষণ, এখানেই বৈকুণ্ঠবিলাস, এখানেই মন।

একজন নিশাদ | Create Your Badge

hit counter

রাত্রিরে ১
রোজ নিঃশব্দে এসে শয়ানের পাশ ঘেসে ফোটে যে ফুল
সমস্ত প্রহর কাটে সুরভীর আস্বাদ সন্ধানে তার,
হিমশুভ্র তনুখানি জুড়ে সব পেয়ে না পাওয়ার হাহাকার,
অর্ধঘুমঘোরে এ আমার অলস স্নায়ু অবসাদ মোছে কামনায়। পাশ ফিরলেই সংসার তার আবির ছড়িয়ে ভোর আনে। রাত্রি তোমার লীলা
পাশ ফিরলেই রাজা
পাশ ফিরলেই প্রজা! পড়ুন
কবিতা | | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪৭৫ বার দেখা | ৪২ শব্দ
How to Write Your Essay Next Day
Whenever you’re trying to produce ideas for the essay you will be submitting to a school or University this week, what you can do is to go through the entire semester and come up with at least one essay the following day This gives পড়ুন
অন্যান্য | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৫৫ বার দেখা | ৬১ শব্দ
পোষ্টমর্টেম
পোষ্টমর্টেম
অপ্রস্তুত বিকেলের বুক চেপে
আলো সব নিভে গেছে আকাশের কার্ণিশে,
চিমনি তুলে যে দোকানী ফোঁকে-
নাক চোখমুখে তার মুক্তো ঘাম,
বাতাস এখানে একান্ত ব্যাক্তিগত। পথ ধরে হেটে যেতে সোডিয়াম লাইট যেন
অতীতের পাতা ঘেটে বের করে আনা
খুচরো প্রেম,
আরো কিছু পাওয়া না পাওয়ার টমেটো ক্যাচাপ। বেশ কিছু পড়ুন
কবিতা | ৮ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৮৭ বার দেখা | ৭৪ শব্দ ১টি ছবি
সন্ধেয়
সন্ধেয়
আর এককাপ চা খাবেন?
-খাবো, টঙ এর চা প্রিয় যে !
এই নিন
সন্ধে হল বলে
-আচ্ছা আদুরে বাতাস আছে সেখানে ?
সন্ধে হল বলে, আসবে হয়ত,
-আলোর ফাঁকিবাজি !
আছে ওখানে?
-হুম বিদ্যুৎ নেই,
কেরোসিনের কুপি
আলো ছায়ার নাচ পেতে পারেন
-বাতাস দোলাবে খুচরো চুল ?
অন্ধকারে কিভাবে বুঝব পড়ুন
অন্যান্য | ৬ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৫৫২ বার দেখা | ৬৪ শব্দ ১টি ছবি
প্রাক্তন
প্রাক্তন
শিথিল করবী বাধা চুল
কাজল গহনে দূর দিশা চোখ,
রক্তজ ঠোঁট
মুগ্ধ মলাটে বাধা নাম মহুয়া
এটুকুই মনে পড়ে। যেখানে যা ছিল
অধিকাংশই নেই, মহাকাল রাখালের বেশে
তাড়িয়ে নিয়ে গেছে পলকে পলকে,
বদলে গেছে সব
অল্প যা অবশিষ্ট
তাকে মোহ বলা যায়, দিগভ্রান্ত প্রাক্তন প্রেমিকের মোহ। পড়ুন
কবিতা | | ১৫ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৬২ বার দেখা | ৩৪ শব্দ ১টি ছবি
ইতিহাসের পাতিহাস
প্রত্যেকেরই নিজস্ব ইতিহাস থাকে, আমারো আছে, মাঝে মাঝে আমি ইতিহাসের ছাত্র হয়ে যাই, একদম সর্বোচ্চ নাম্বার পাওয়া ছাত্র, যার মাথার পুরোটাতেই গিজগিজ করছে ইতিহাস, আজ তেমিন একটা দিন, ঘুরেফিরে হারানো বন্ধু, পরিচিতজন, আত্মীয়, হারিয়ে যাওয়া প্রেমিকারা মাথায় গিজগিজ করছে। অতীত ফুরিয়ে যায় না
একটা বিয়ে বাড়ির পড়ুন
জার্নাল ও ডায়েরী | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৫২১ বার দেখা | ২০৫ শব্দ
একটি নিখোঁজ সংবাদ
মাইকের শব্দে হুড়মুড়িয়ে ঘুম থেকে উঠলাম, একটা রিকশায় লাগানো মাইক থেকে ভেসে আসছে “একটি নিখোঁজ সংবাদ” আজ একটা শুভদিন,অনেক কষ্টে আজ একটা টিওশানি পেয়েছি। এমন একটা দিনে হারিয়ে যাবার কাব্য শুনতে মোটেও ভাল লাগছে না, তাই শরীরটাকে টেনে হিঁচড়ে নিয়ে গেলাম বাথরুমে, অন্য কিছু পড়ুন
অণুগল্প | ১০ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪১১ বার দেখা | ৬০২ শব্দ
ছবি ব্লগ ১
ছবি ব্লগ ১
আমার ছবি তুলতে ভাল লাগে, অবশ্য ভাললাগার ক্ষেত্রে ছবি তোলার অবস্থান প্রায় শেষের দিকে। কোন নির্দিষ্ট বিষয় নিয়ে আটকে থাকতে আমার মোটেও ভাল লাগেনা তাই ছবি তোলার ক্ষেত্রেও তেমন। ব্লগে এলোমেলো করে ছবি দিলে আসলে অনেকের বুঝতে সমস্যা হবে তাই এক একটা বিষয়ের আলাদা পড়ুন
আলোকচিত্র | | ২১ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৯৩১ বার দেখা | ২৯৫ শব্দ ১২টি ছবি
খোঁজ
খোঁজ
কোলাহল থেমে গেলে
বেজে ওঠে আধারের মাদল,
আচম্বিতে নয়, মোহময় নিরব আদলে তন্দ্রালশা মাদক
ছেয়ে যায় স্বপ্নভরাতুর রজনীতে।
জেগে থাকা মানুষগুলো ছায়া খোঁজে কল্পনায়,
কারো কাছে আধারের ছায়া অভিসারের আলো-
কারো কাছে স্বপ্নগুলো বিবসনা কালো,
প্রত্যেকেই আপন ছায়া খোঁজে-
কেউ পায়,
কেউ হাতড়ে বেড়ায় নির্ঝর নির্জনতায়। পড়ুন
কবিতা | | ১৭ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪৫০ বার দেখা | ৩৭ শব্দ ১টি ছবি
মেধাকচ্ছপিয়া ট্রেইলে বুনো হাতির সন্ধানে
মেধাকচ্ছপিয়া ট্রেইলে বুনো হাতির সন্ধানে
ট্রিপটা নিয়ে অনেকদিন ধরেই জল্পনা-কল্পনা হচ্ছিল, যাবো কি যাবো না সে দোলায় দুলতে দুলতে ঢাকা থেকে আমরা নয়জন বের হয়ে গেলাম ক্যাম্পিং এর উদ্দেশ্যে, বারোজন যাবার কথা থাকলেও অনাকাঙ্খিত কারনে তিনজন আমাদের সাথে আসতে পারেনি। রাতের বাসে ঘুমঘুম আরামেই পৌছে গেছি চট্টগ্রাম, ঠিক ভোরে পড়ুন
অন্যান্য, ভ্রমণ | ১৫ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৭৫৪ বার দেখা | ৪৬৯ শব্দ ২০টি ছবি
প্রণয় রাত্রি
প্রণয় রাত্রি
এপাশ ফিরে শোও-
চারপাশে সব কামুক ধোঁয়া
যাচ্ছে সময় চুমি,
সুদীর্ঘ রাত একলা একা
কেমনে রবে তুমি? এপাশ ফিরে শোও-
প্রনয় রাতের ঘামকুমারীরা
আহুতি চেয়ে ফোঁটে,
হৃদয় হতে ব্যকুলতা নেমে
ঠিক তোমাতেই লোটে। এপাশ ফিরে শোও-
কয়েকটা পাতা উলটে দেখি
ভ্রান্তি তুমি কার?
উদ্দাম স্নায়ুরা সান্নিধ্য পাক
নিখাঁদ উষ্ণতার। পাশ ফিরে শুয়ে-
আমার শরীরে শরীর মেলালে!
আমি পড়ুন
কবিতা | | ১৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৩৯৩ বার দেখা | ৪৬ শব্দ ১টি ছবি
অমিমাংশিত
বেশিরভাগ সময়ই
আমি ব্যক্তিগত কল্পলোকের ঝুল দোলনায় দুলতে থাকি,
রুদ্রচিত্তে একটা জীবন যেখানে বসে পার করে দেয়া যায় অনায়াসে।
কয়েক শতাব্দী পেরিয়ে গেছে
স্বনির্বাসিত কল্পলোকে আমি এখনো নবাগত।
অন্যদিকে মর্ত্যলোকে আমি বেজায় সংসারী,
জীবন নাটকের প্রধান চরিত্রগুলো আমার দখলে-
একাধারে সন্তান, প্রেমিক, স্বামী, পিতা সবকটি চরিত্রে সমান দক্ষতায় অভিনয় করে পড়ুন
কবিতা | | ১০ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৬৬ বার দেখা | ৬৪ শব্দ
শহুরে
শহুরে

জরায়ু হতে ছিটকে পড়া
ভিন্ন ভিন্ন মানুষগুলো এ শহরে
দল বেধে ছুটতে থাকে শৃঙ্খলিত হাতকড়ার চাবির খোঁজে। যোজন যোজন দুরের প্রকৃতিপথ ছাড়িয়ে
কিছু মানুষ বসতি জমায় ব্যস্ত শহুরে আত্মায়।
যদিও কোন পথে সূর্য অস্তনমিত হয় তার খবর কেউ রাখেনা,
তবুও এ শহরেও পড়ুন
কবিতা | | ১৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১০৬২ বার দেখা | ৬৭ শব্দ ১টি ছবি
বৃষ্টি ও উষ্ণতা
একটি বৃষ্টিস্নাত রাত্রিরে
মুখোমুখি আমরা। বৃষ্টির শব্দে
মিলিত ভায়োলিন,
শীতল কার্পেটে মোড়া
বারান্দার ফুল। ইটের দেয়াল-
মখমলের বিছানায়
হেলান দিয়ে দাঁড়ানো
চতুর কামনা। মৃদুপায়ে
হেটে আসা
শিরশিরে বাতাসে
ধোঁয়াটে কফির বিকল্পে পাওয়া একটি নিখাদ চুম্বন। পড়ুন
কবিতা | | ৮ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৮৯১ বার দেখা | ২৯ শব্দ