এই সময়টা আমার জন্য নয়
এখনও আসেনি সেই আকাঙ্খিত সময়
তাই আজও হারিয়ে যাইনি বেয়াড়া স্রোতে।
সত্যিই হারাইনি!
হারাতে চেয়েছিলাম একবিন্দু আলোর মাঝে,
হারাতে চেয়েছিলাম বিশাল সমুদ্রে
এককণা ধবধবে সাদা নুড়ি হয়ে।
সত্যিই হারাতে চেয়েছিলাম!
ভালবাসতে চেয়েছিলাম গভীরভাবে,
চেয়েছিলাম উজ্জ্বলতম নক্ষত্রের মতো
শতাব্দীর শ্রেষ্ঠ প্রেমের উপাখ্যান হতে।
চেয়েছিলাম,
সত্যিই চেয়েছিলাম!
তাই আজও