(১)
এই নগরীর সূত্র অতি সহজ,
হয় এখানে অন্ধ হও
অথবা তোমাকে অন্ধ করে দেওয়া হবে।
এখানে সকলেই আত্মম্ভরিতা অন্ধ,
তাই এখানে তোমার দেখার মত কেউ নেই;
তুমিও কাউকে দেখবেনা, কারণ তুমিও আত্মম্ভরিতা ।
(২)
তোমার হাতে জীবিকার সাদা ছড়ি তুলে দেওয়া হয়েছে,
যা নিয়ে তুমি নগরীরর নিষ্ঠুর রাস্তাগুলো পাড়ি দেবে।
রাস্তাগুলো আবার