ভবিষ্যতের ঘরে, দিনেও ছিল আঁধার
বিরহের বাসরঘরে, গণধর্ষণে গনতন্ত্র। কাঁটাতারে ঝুলে থাকা আমি-ই বাংলাদেশ
অবশেষে আঁকি রক্তক্ষরণের তৈলচিত্র
দেখ চেয়ে দেশপ্রেমের দূরবীনে গনতন্ত্র লাশের সারিতে লাল-সবুজের মানচিত্র।। আমি হাসপাতালের বারান্দায় পড়ে থাকা দুর্বিষহ যন্ত্রণা
দায়িত্বহীন দেশের ‘ছোঁয়া’ নামের নিষ্পাপ শিশু

