হৃদয়ে ব্যালকনিতে ফুটেছিলো এক গোলাপ।
সে আবদার করেছিলো, প্রেমিকার সাথে করবে আলাপ।
আমি বলেছিলাম, প্রিয়তমা যদি রাগ করে তখন কি উপায়?
বলল গোলাপ, ফুলকে বাসেনা ভালো এমন মানুষ কি হয়?
গোলাপের কথাতে তো আমি হেসেই মরি।
কতটা জ্ঞানী দেখো আমার গোলাপ সুন্দরী।
সব শুনে