০১. রেজিস্ট্রেশনের সময় আপনার নাম নিচ্ছে না?
– সম্ভবত আপনি বাংলায় নাম দেয়ার চেষ্টা করছেন, লগিন নামটি ইংরেজীতে হতে হবে। পরে দৃশ্যমান বাংলা নাম যুক্ত করতে পারবেন।
০২. পাসওয়ার্ড / বা অন্য কোন ইমেল পাননি?
– Spam ফোল্ডার দেখেছেন? সেখানেও না থাকলে [email protected] কে জানান আপনার ইংরেজী রেজিস্ট্রেশন/লগিন নামসহ।
০৩. নিজের দৃশ্যমান নাম ইংরেজি থেকে বাংলায় করবেন কিভাবে?
– প্রোফাইল সম্পাদনা-তে গিয়ে বাংলায় ‘নিক’ টাইপ করুন, তার নিচের ঘরে দেয়া অপশানগুলো থেকে বাংলা বাছাই করে নিন।
০৪. এই ব্লগে প্রোফাইল ছবি যুক্ত করার পদ্ধতি
ক) একটি টিউটরিয়াল
খ) আরেকটি টিউটরিয়াল
০৫. বাংলা লেখার পদ্ধতি
ক) ব্রাউজার প্লাগইন ও অভ্র দিয়ে
খ) একুশে বাংলা দিয়ে
০৬. এই ব্লগে ফন্ট দেখার সমস্যা হলে
০৭. ছবি যোগ করার বিভিন্ন পদ্ধতি
ক) পোষ্টে ছবি দেয়ার সহজ পদ্ধতি
খ) পোষ্টে ছবি দেয়ার সহজ পদ্ধতি(ফটো শেয়ারিং সাইট)
গ) ফটোবাকেট থেকে অনেক ছবি সহজে যোগ করার পদ্ধতি
ঘ) পোস্টে ছবি ফর্মাটিং/অ্যালাইন করার নির্দেশিত পদ্ধতি
০৮. ব্লগে youtube ভিডিও লিঙ্ক যোগ করার পদ্ধতি
https://youtu.be/… বা সরাসরি লিঙ্ক ব্যবহার করতে পারেন।
০৯. ব্লগে অডিও যোগ করার পদ্ধতি
১০. ব্লগের বিভিন্ন ফীচারের সাথে পরিচিত হোন
যে কোন সমস্যায় যোগাযোগ করুন: [email protected]