প্রোফাইলে আপনার ছবি আপলোড

আমরা অনেকেই বেশ ভাবনায় পড়ে যাই। প্রোফাইলে নিজের ছবি আপলোড কিভাবে করবো তাই নিয়ে। বরং এডমিন প্রোফাইলেই যদি সহজ উপায়ে ছবি আপলোড করা যেতো !! সেটাই হতো সবচাইতে সহজ পদ্ধতি।
কিন্তু এই ব্লগ আপাতত তো সেটা জানতে বা মানতে চাইবে না। তাহলে কি করবো? লগিন করলে নিজের নামের নিচে ছোট্ট করে কি লিখা দেখতে পছন্দ করবো Gravatar Please !!
না। তার কোন প্রয়োজন নেই। আসুন দেখি কতটা সহজে গ্রাভাতারে নিজের ছবি আপলোড করা যায়।
প্রথমে http://en.gravatar.com/ লিখে বা কপি করে ভিন্ন ট্যাবে এর মূল সাইটে প্রবেশ করুন। আংশিক প্রদর্শিত।

Gravatar - Globally Recognized Avatar
http://www.shobdoneer.com ব্লগ সাইটটিতে নিবন্ধন করার সময় যে ই-মেইল এড্রেসটি ব্যবহার করেছিলেন, লাল চিহ্নিত স্থানে ক্লিক করে সেই একই ই-মেইল ঠিকানা দিয়ে এখানেও নিবন্ধন বা সাইন আপ করুন।


সাইন আপ হয়ে গেলে এই ম্যাসেজটি দেখতে পাবেন।
আর দেরী ক্যানো। উইন্ডোটি ক্লোজ করে দিন টুপ করে। এবার আপনার ব্যবহৃত মেইল ঠিকানাটি খুলুন। এবং ইনবক্সেই পেয়ে যাবেন আপনার জন্য একটি অভিনন্দন বার্তাসহ লিংক। লিঙ্কটায় ক্লিক করলে আপনাকে নিয়ে আসবে এখানে।


এখানে ইমেইল ঠিকানা ঠিক থাকলেই চলবে। Username: Password: ব্লগে যেটা দিয়েছিলেন সেটা বসিয়ে দিন। Username: নামটি চেক করে অ্যাভাইল্যাবল না হলে নিজের পছন্দের Username: নাম বসিয়ে Password: বসিয়ে দিন। এবং পুনরায় সাইনআপ করুন।


সাইনআপ সাকসেস হলে আপনাকে নতুন এই পাতার লাল রঙে চিহ্নিত অংশে ক্লিক করুন।


লাল বৃত্তাকার স্থানে ক্লিক করুন।


ছবি কোথা থেকে আপলোড করবেন। সিলেক্ট করে দিন।


আপনার ছবিটি আপনার কম্পিউটার অথবা ক্যামেরা থেকে আপলোড করুন। যদি আগে থেকেই 220×220 করা থাকে তো সোনায় সোহাগা। সুতরাং আগে থেকে ঐ মাপের ছবি রিসাইজ করা যায় এমন কোনো সফটঅয়্যার দিয়ে তৈরী রাখুন। কথাটা এ কারণে বললাম, ধরুন এমন ছবি দিতে বা আনতে চান সেটা আপলোড করার পর দেখা গেল ছবিটির যে পরিমান অংশ আপনি পেতে চান, তা হয়তো পাচ্ছেন না।


এখন ছবিটা আপনার পছন্দ আনুযায়ী ক্রপ করে G ক্যাটাগরীতে সিলেক্ট করুন।


এখন শেষ পর্যায়ে। যে ছবিটি ব্লগ সাইটে আনতে চাইছেন সেটাকে কনফার্ম করুন এবং নিশ্চিন্তে লগআউট হয়ে চলে আসুন। কিছুক্ষণের মধ্যে আপনার কাঙ্খিত ছবিটি আপনার প্রোফাইল আইকন হয়ে auto চলে আসবে শব্দনীড় এ।
তো শুরু হয়ে যাক। কেনো আর এই লিখা Gravatar Please !! হাতের কাছেই যখন সহজ বুদ্ধিটি রয়েছে। সবাইকে ধন্যবাদ। শুভ ব্লগিং।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

কোন মন্তব্য নেই

মন্তব্য বন্ধ আছে।