শরতের শূন্য কাব্য

শূন্য যখন শূন্য তা’কে ছোঁয়
আকাশ নীলে নীলাম্বরী সাজ
শরৎ সকালে শিউলির সুভাষ খুব
উদাসীন প্রেম কাশফুলের শাড়ি,
বেভুলা বাতাস অাঁচল ধরে টানে
লজ্জা কুসম শূন্যে ভেসে যায়
তাকিয়ে দেখি বসতভিটা হাসে
শরৎ দিনের রক্তক্ষরণ গায়।

দক্ষিণ দিকে খোলা বারান্দায়
কিছুটা বাতাস গতরে বুলায় সুখ
পূর্ব দিকে খোলা দরজার চৌকাঠে
শুভ্র শরতের প্রস্ফুটিত রূপ,
এখন শূন্য ঘরের দ্রাঘিমা
হয়নি পূর্ণ ফসলের পাকা বীজে
তবুও স্বপ্নের অহেতুক আগমন
অালোর পরশ ঘাসের শিশিরে।

শূন্য ঘরে নীরবে শূন্যে মিশে
যত স্মৃতিকথা শূন্য বাতাসে ভাসে
দেখিছি যুগল কল্পিত রাজহাঁস
শিউলির মালা ভাসিয়েছে নীল জলে,
কাশফুল দিয়ে ঢেকে রাখা সেই মুখ
লজ্জা জড়ান লাজুক চোখের ভাষা
না বলা কথার দ্বিধা থরথর ঠোঁটে
শিউলি বোঁটার রং জমেছিলো খুব।

এমন শরতে দশভুজা এক দেবী
অকালবোধনে জেগেওঠে বারেবার
ছারখার হয় বুকের গৃহস্থালি
শরৎ আকাশের নীলাম্বরী সাজ।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ০টি) | ৪ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ১১-০৯-২০২০ | ৮:৫৩ |

    মাঝ আকাশে লম্বালম্বি সূর্যতাপ আর অক্ষর কালো অন্ধ রাত। পরিবর্তনশীল ব্রহ্মাণ্ড ছুঁয়ে দেখি শূন্য। না থাকে ছায়া না থাকে অনুসরণ। শূন্যতা জানে শূন্য সে নয় … ব্যাপ্ত অখিল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. নিতাই বাবু : ১১-০৯-২০২০ | ৯:২৭ |

    অনেক ভালো লাগলো শ্রদ্ধেয় কবি। এক কথায় অসাধারণ একটা কবিতা। শুভকামনা থাকলো।           

    GD Star Rating
    loading...
  3. ফয়জুল মহী : ১১-০৯-২০২০ | ১৩:২৬ |

    অতীব সুন্দর প্রকাশ। 

    GD Star Rating
    loading...
  4. আলমগীর সরকার লিটন : ১২-০৯-২০২০ | ১১:১৮ |

    শূন্যতা চারীপাশ সুন্দর

    GD Star Rating
    loading...