ঘুমের মধ্যে কড়া নাড়ার শব্দ
কে আমাকে এমন করে ডাকে
গোটা পাড়া নিঃসাড়, নিস্তব্ধ
সম্পূর্ণিমা স্বপ্নে বিঁধে থাকে
জ্যোৎস্নার কাছে রাত্রি সমর্পিতা
মহার্ণবে অলৌকিক আল্পনা
কল্পনা নয় শিল্পের আশ্রিতা
অন্ধ বনে নিঃশর্ত মুর্চ্ছনা
শরীর জুড়ে রূপোলী বৈভবে
নিশুতি রাত বিমুগ্ধ, বিষ্মিত
নগ্নিকারা