শোক খাচ্ছি, চোখের জলে মেটাচ্ছি সীমাহীন তৃষ্ণা
রাগ খাচ্ছি
ক্রোধ খাচ্ছি, বুকের আগুনে শোধ করছি হৃদয়ের ঋণ। কৃষ্ণ-কালো আঁধার খাচ্ছি
উষ্ণ-দাহের খরা খাচ্ছি, জখমে ভরা বুকের কষ্ট খাচ্ছি
দীর্ঘশ্বাসের শোক খাচ্ছি
বেদনার শ্লোক বুনে মেটাচ্ছি সমবেদনার মলিন সান্ত্বনা। একাকীত্বের নিষ্ঠ রাতে হাত পেতেছি আকুতির সীমাহীন মুদ্রায়
ব্যাকুল

