বুঝতে পারছি এখন সব
চলতি পথে অজস্র প্রশ্ন উঁকি দেয়া শৈশব,
মধ্য রাতের ঘুম ভাঙ্গা অসহায়ত্ব
বুঝিয়ে দিচ্ছে- কোন যন্ত্রণায় চৌরাস্তার মুখে
লোকটি দিবানিশি দাঁড়িয়ে থাকত!
বুঝতে পারছি – বাবার হাত ধরে তির তির করে হাটা
ঠা ঠা রোদ্দুর পিঠে তুলে, আমার মাথায় কেন
পুরনো পথে নতুন করে চলতে গিয়ে আনন্দের সাথে কষ্টও কম নয়।
যদিও নতুন ছন্দ , নতুন আবহ, নতুন নতুন একটা ভাব থাকে তবুও মনের গভীর থেকে বার বার উঁকি দেয়
অসংখ্য স্মৃতি;
উঁকি দেয় শত শত মুখচ্ছবি হাসি আনন্দ রাগ