অশ্রু না বিষ?
কি দিয়ে ধুয়েছ তোমার স্মৃতি মন্থন বেদী,
যখন রক্ত আর ঘামে
স্রোতস্বিনী হয়েছে আমার অলকানন্দা নদী।
চুল না কি ভুল?
ছিঁড়ছ কি উন্মাদ, অসহ্য চিত্তে!
মন পাবে না মনের উসুল
যদি না চিনতে পারো সত্য-মিথ্যে!!
রতি না বিস্মৃতি?
কোন আগুনে জ্বেলেছো পরশ প্রদীপ,
ফাগুনের বনে শ্রাবণের প্লাবন
মধুর বীণে সুর মূর্ছনা, হও