পানি মানে রক্ত! উদাম বুকে
অশ্রুত ধারা
পানি মানে জলাবদ্ধ অসহায় দু:খরা
কিছু পানি গড়িয়ে পড়ার
কিছু তৃষ্ণা মেটাবার
কিছু পানি অপেক্ষায় থাকে
জন্ম জন্মান্তর
বাষ্প হয়ে উড়ার জন্য !
এরাই ফিরে আসে
আমাদের দীর্ঘশ্বাসে পুনরায় অশ্রুতে মিশে অশ্রুত ধারা // দাউদল ইসলাম

