যুদ্ধের মতো চূড়ান্ত- মৃত্যু নয়তো জীবন,
বিজয় অথবা পরাস্ত-
যে কোন একটি কে বলতে পারি ‘সিদ্ধান্ত’!
আদর্শগত সিদ্ধান্ত-
কিংবা সিদ্ধান্ত-গত আদর্শ!
আসলে ভুল, সঠিক বোঝার মত চেতনাহীনতাই
ঠেলে দিচ্ছে ধ্বংসের দিকে
এই যে ধ্বংস বুঝি-
এইটুকু বোধই আমাদের যে কাউকে নৃশংস বানাতে পারে,
ভোগ না বুঝলে যেভাবে আমরা বেঁচে যেতাম দুর্ভোগ থেকে,
সম্ভোগ