আমার দীর্ঘশ্বাস তোমার প্রেমের দেয়াল ছুঁয়ে
নিদ্রাহীন রাত্রি প্রবাহিত হয় জানালার পাশে।
সিগারেটের উষ্ণতা, ঝিঝির ডাকের সাথে বেমানান
বদ্ধ এই ঘরে জেগে আছে ঘড়ি ঘন্টা
প্রার্থনা মিশে যাই রাতের অন্ধকারে, (আমিন )
ফিরে এসো রুক্ষ বাঁধন ছিঁড়ে।
ধুলো মাখা জানালার পাশের দুঃখ গুলো,
পায়রার ঠোঁটে তুলে দেখাতে চাই তোমাকে।