কী করে রচিব চিতার দহন জ্বালা!
নির্লিপ্ত হয়েছি তোমার অন্তর্ধান সমাচারে
বিনিদ্র রজনী কেটেছে ডুব সাতারে
এক ফোটা মেলেনি জল অবগাহন তরে। মীন সন্তানেরা তোমার মায়া জালে ওষ্ঠাগত করেছে তাদের প্রাণ
নির্ঝরের স্বপ্ন ভেঙেছে; ভাষা চিত্র করেনি আমায় মহিয়ান।
রাতের আঁধারে উজ্জ্বল নক্ষত্রের কাছে হাত

