কতদিন দেখা হয়না তোমার সে দুটো চোখ
কখনো ম্রিয়মান; কখনো আবার অভিমানী মুখ
সময়ের সীমা লঙ্ঘন করে পাড়ি দিতাম নিয়ে অসময়ের ভেলা
উজানের না’য়ে ফিরে আসতে সাঙ্গ করে খেলা।
কখনো বৃক্ষ হয়ে শুধু দেখে যেতে আমার অনিয়মের খেলা
আবার কখনো অচেনা বালিকার মত মুখ ফিরিয়ে
আমার বুকের ভেতর কিছু অদম্য শব্দ ঘুরে ফিরে নৃত্য করে অবিরত
ঘর বসতির জন্য নিরাপদ আস্তানা খুঁজে বেড়ায় প্রতিনিয়ত
আমার অবহেলা আছে হয়তো তাদের প্রতি
কিংবা অর্বাচীন মনে করে উদাসীন হই; ভাবি নিয়ে রীতি-নীতি।
জ্যোৎস্নার আলোয় মুখখানি আলোকিত হয়েছিলো কি না জানিনে
শ্বেতরাঙা কাশফুলে পুলক অনুভব করেছি
ইদানিং বড্ড ভয় ভয় করে আমার
চলতে ভয়, বলতে ভয়, নেই অকুতোভয় স্বাধীনতার
দেখার ভয়, সাক্ষ্য দেবার ভয়, মৃত্যুর ভয়; ভয় আর শুধু ভয়
হিংস্র দাবানলে যেন পুড়ছে আমার সভ্যতা! ধাওয়া করছে অস্বাভাবিক মৃত্যুর ভয়।
স্ত্রীকে নিয়ে ভয়, সন্তানকে নিয়ে ভয়, আমার স্বাধীনতার জন্য ভয়
নিজের ভেতর
তোকে নিয়ে ইদানিং আমি বেশ গর্ববোধ করি
তুই আমাকে ছেড়ে গিয়ে এক মস্ত উপকার করেছিস!
তোকে নিয়ে আমার ভাবনার অন্ত্য ছিলোনা
তোকে নিয়ে আমি যে স্বপ্নে কল্পনার জাল বুনতাম
তা রচনার সাধ্য ছিলোনা কোন কালে!
তোকে জয় করে নিতে পারলে আজ নিজেকে বড্ড অপরাধী মনে
কথা হয় নিশিরাতের জ্যেৎস্নার সাথে
যখন সাগর উত্তাল হয়ে ওঠে অশান্ত ঢেউয়ের আলিঙ্গনে
প্রেম নির্বাসিত মনে ছন্দ বুনে অমরত্ব লাভের নেশায়
বন্ধুরূপে আত্মা হয় বিগলিত মহীরূপী বৃক্ষছায়ায়।
আমি সেই প্রতারক প্রেমিকের কথা বলছি
যে দ্রোহের আগুনে প্রজ্জ্বলিত না হয়ে ম্রিয়মান হয় হতাশায়
বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়
আমার ভাগ্যাকাশে ভালোবাসার চাঁদ দেখা দেয় গভীর নিশিতে
ওষ্ঠাগত জীবন সন্ধিক্ষণে রুধিরধারা প্রবাহিত হয় অতি নিঃশব্দে
প্রাণান্তকর জীবন সংগ্রামে ক্লান্তপ্রাণ হয়ে বৈঠা ভাসিয়ে দেই মধ্য সাগরে
ভেসে আসে তখন দূর হতে ইথারের তরঙ্গের সাথে আনন্দের বার্তা নব অরুণোদয়ে।
ঝড়ের সাথে তাল মেলাতে পারিনি নাকি চাইনি
ঢাকায় একুশের বই মেলায় প্রকাশিত হতে যাচ্ছে কাব্যগ্রন্থ “নিঃশব্দ প্রেম“।
বইটি প্রকাশ করছেন : স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান- “জলছবি”।
প্রবাসে থেকে দেশের বই মেলায় বই প্রকাশ করা সত্যিই দুরূহ ব্যাপার। এই কঠিন কাজটি সহজ করে দিয়েছেন বিশ্ববিদ্যালয় জীবনের অগ্রজ সুহৃদ ও গণ মাধ্যম
যাযাবর স্বপ্নের নিত্য আনোগোনা চলে আমার আঙ্গিনায়
প্রতিদিন এক একটি দিগন্ত রেখা ছুঁয়ে স্বপ্নবিলাসী মন ছুটে যায়
হরেক রকম স্বাদে আমি রচে যাই তোমার আগমনী গান মধুর প্রতীক্ষায়
স্বপ্ন বাসরে স্বপ্নে হারাই, স্বপ্ন রচি বারোমাস কোন এক শুভ দিনের অপেক্ষায়।
দিন