কাজী জুবেরি মোস্তাক-এর ব্লগ
আমার কাছে কবিতা
কবিতা মানে ফুলের মতো ফুটে উঠতে হবে ময়লার ভাগারে অনাদরে বেড়ে ওঠা গোলাপ গাছটার মতো সুগন্ধি ছড়াতে হবে। কবিতা মানে সূর্যের মতো মাথা উঁচু করে দাঁড়াতে হবে, আলো ছড়াতে হবে আবার ক্রোধের উত্তাপেও পোড়াতে হবে। কবিতা মানে শুধু কোকিলের মধুর কণ্ঠস্বর নয় ; কবিতা মাঝে মাঝে পড়ুন
কবিতা | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৯১ বার দেখা | ১২৮ শব্দ
তর্জনীটা উঁচিয়ে ধরো
বজ্র আওয়াজে নিয়ে নাও আজ রাজপথের দখল,
প্রয়োজনে ক্রাচ বা হুইল চেয়ারে হোক এই মিছিল ;
শ্লোগান ধরো দরাজ কণ্ঠে বল চীর উন্নত মম শির। টিয়ার সেলের ঝাঁজালো ধোঁয়ার মতো ছড়িয়ে পরো,
নষ্টদের মেধা মগজে প্রতিবাদের ভাষা বপন করো ;
শ্লোগান ধরো সমস্বরে সবাই বলে উঠো জয় বাংলা। ব্যারিকেট ভেঙে পড়ুন
কবিতা | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১১৫ বার দেখা | ১১২ শব্দ
মাংসাশী শহর
এ এক অদ্ভুত হত্যাযজ্ঞ!
এ শহর যেন আজ এক মাংসাশী শহর!
প্রতিনিয়ত এখানে রক্ত, মাংস, হাড়, মাথার খুলি পড়ে থাকে।
বিকট বিস্ফোরণের সাথে সাথে এখানে শুরু হয় মৃত্যুর উম্মাদ নৃত্য,
অস্ত্রের বজ্রধ্বনিতে এখানে বেজে যায় বিস্ফোরণের গান। এ যুদ্ধে সবাই জয়ী হতে চায় এবং জয়ের পড়ুন
কবিতা | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৩৮ বার দেখা | ৮৫ শব্দ
মৃত্যু
মৃত্যু এমন একটা শব্দ এই শব্দ শুনে যারা ভয় পায় তারা আসলেই মৃত এমনকি তারা নিজের জীবন নিয়ে নিজেকে বিভক্ত রাখে। যখন আমরা জন্মগ্রহণ করেছি ঠিক তখনই আমাদের মৃত্যুর কারণ ও সময়ও লেখা হয়ে গেছে । শুধুমাত্র আমাদের না জানার মধ্যে আছে আমরা কোথায় পড়ুন
প্রবন্ধ | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৪৭ বার দেখা | ২৬৩ শব্দ
সব তন্ত্রের একই মন্ত্র
কানের ঠিক কিছুটা উপরে একটা পিস্তল তাক করা,
সামনে সাজানো রয়েছে বিশাল এক পেটোয়া বাহিনী,
পিছনেও পড়ে আছে রাজ্যের তামাম রক্ষি বাহিনী;
কারনতো একটাই জনতাকে ওদের মতো
করতে না পারা। গণতন্ত্র নামক এক দিল্লিকা লাড্ডু ঝুলিয়ে রাখা সামনে,
একনায়কতন্ত্রকেও বৈধতা দিয়ে ; নাম তার আজ গণতন্ত্র,
স্বার্বভৌমত্ব ভেবে ছিনিয়ে নিয়ে দেখি পড়ুন
কবিতা | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৭০ বার দেখা | ৮২ শব্দ
ছন্ন ছাড়া
আমাদের পা আছে, অথচ !
আমাদের সবগুলো পা একত্রিত হয়ে আজ মিছিলে হাঁটে না। আমাদের হাত আছে, অথচ !
আমাদের সবগুলো হাত একত্রিত হয়ে এখন আর গর্জে উঠেনা। আমাদের মুখ আছে, অথচ !
আমাদের সবগুলো মুখ একত্রিত হয়ে অন্যায়ের প্রতিবাদ করে না। আমাদের মাথা আছে, অথচ পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৫৮ বার দেখা | ৫৩ শব্দ
ঋতুস্রাব এবং আমাদের মস্তিষ্ক
মেয়েটির পিরিয়ডের আজ দ্বিতীয় দিন। তার আজকে পায়ে হাঁটার মতো শক্তি নেই, তার ঊরুগুলো পাথরের মতো শক্ত হয়ে গেছে। মেয়েটি পেটের ব্যথা ধীরে ধীরে প্রসারিত হচ্ছে এবং সেই যন্ত্রণায় মেয়েটি কাঁদছে। মেয়েটি দাঁতের উপরে দাঁত দিয়ে প্রচন্ড ব্যথা সহ্য করে আছে। ফার্মেসি ভর্তি মানুষগুলোর পড়ুন
প্রবন্ধ, সমাজ | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২৬০ বার দেখা | ৩৬৩ শব্দ
তুমি বদলে যাবে
আমি বলেছিলাম ভালোবাসার পথ কষ্টের হয়;
সে সুদীর্ঘ পথে তুমি আমার পাশে হাঁটতে পারবেনা,
তুমি একটা সময়ে ঠিকঠাক বদলে যাবে।
ভালোবাসার পথে ছড়িয়ে ছিটিয়ে থাকে অজস্র কাঁটা
তাই তুমি অন্য পথ ধরে হেঁটে যাবে একটা সময়। আজ ভালোবাসার পূর্নতায় ভরিয়ে দিলে ঠিক,
কিন্তু আগামীকাল আজকের মতো পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২৮৪ বার দেখা | ৮৫ শব্দ
লাশ
কোন এক আততায়ীর হাতে একদিন আমি খুন হয়ে যাবো।
পাথরের আঘাতে থেঁতলে দেয়া হবে আমার মুখমণ্ডল ;
যেন পরিচিত স্ব-জনরা আমাকে চিনতে না পারে।
পাশেই কোথাও পরে থাকবে জিহ্বার কাটা অংশটুকু ;
কারন একটাই যে আমি অন্যায়ের প্রতিবাদ করেছিলাম।
আমার হাতটা খুঁজে পাওয়া যাবে কোন এক ডাস্টবিনে ;
কারন এই পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২৭৮ বার দেখা | ৭৪ শব্দ
মানা
প্রশ্ন করা মানা,
এ যেন এক আজব কারখানা;
প্রশ্ন যদি করো তবে হারাবে ঠিকানা। প্রশ্ন করা মানা,
দেখবে শুধু বলতে কিন্তু মানা;
বলতে যদি চাও জেল হবে ঠিকানা। প্রশ্ন করা মানা,
এ কিন্তু এক আজব জামানা;
প্রশ্ন যদি করো তবে তুমি ভালো না। প্রশ্ন করা মানা,
আইন অন্ধ চোখেও দেখেনা;
আইনের কিন্তু পড়ুন
কবিতা | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২৪৩ বার দেখা | ৭৮ শব্দ
নিষিদ্ধ করো
তার চেয়ে বরং আমাকে নিসিদ্ধ করো,
আর আমার কবিতাগুলো বাজেয়াপ্ত করে দাও ;
আমার কাটা মাথার মূল্যটাও নির্ধারণ করে দাও ;
সাথে রাষ্ট্রর প্রান্তর জুড়ে হুলিয়া জারি করে দাও। তার চেয়ে বরং আমাকে মিথ্যা মামলা দাও,
রাষ্ট্রের অলি গলিতে আজ তল্লাশি চৌকি বসাও ;
আর রাষ্ট্রের সব রক্ষি বাহিনীকে পাহারায় পড়ুন
কবিতা | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৬২০ বার দেখা | ১৩০ শব্দ
প্রত্যয়ী
পুরোনো চুক্তিটার মেয়াদ পেরিয়ে গেছে,
তাই পাওয়া না পাওয়া জলাঞ্জলি দিয়ে
পথচলা শুরু নব উদ্যমের নতুন চুক্তিতে। বেহায়ার মতো তাকিয়ে আছে সকালটা,
এ যেনো প্রেয়সীর জন্য প্রিয়’র অপেক্ষা
আর মন ভোলানোর হরেক স্বপ্নের কথা। পুরোনো চুক্তি ভেস্তে নতুন চুক্তি হয়েছে ,
স্বপ্ন আর সুখে’রা চাপা বাকির খোলসে
নব উদ্যমে সেও আজ খোলস পড়ুন
কবিতা | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৬০ বার দেখা | ৮৬ শব্দ
হায় জীবন
এই যে আজও আমি বেঁচে আছি
ঠিক যেনো এক লাশের মতো বেঁচে আছি
চারপাশে শকুনেরা ঘুড়ছে তবুও বেঁচে আছি। এই যে আমি আজ যা কিছু বলছি
সেতো শুধু মাত্র মূকাভিনয় করে চলেছি
অন্যের দেয়া খুৎবা নিয়ে আলোচনাটা করছি। এই যে আজও হেঁটে বেড়াই যে শহরে
জীবন্ত লাশের মর্গ আজ সেই পড়ুন
কবিতা | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪১২ বার দেখা | ৬৬ শব্দ
শব্দের গ্রাফিতি
পৃথিবীর দেয়াল জুড়ে ছড়িয়ে দাও শব্দের গ্রাফিতি
প্রতিবাদী শব্দতে ধ্বংস করো সকল অন্যায় দূর্নীতি,
মনে রেখো তুমিই চে ফিদেল কাস্ত্রো কিম্বা অরুন্ধতি। দগদগে ঘা এর মতো আজ পৃথিবী হচ্ছে সংক্রামিত
স্বাধীনতা আর ন্যায় বিচার শব্দগুলো আজ নিস্তব্ধ,
মুখ থুবড়ে পৃথিবীটাও পরে আছে বৃদ্ধকালের মতো। সারা বিশ্বের নোংরা সিস্টেমটা দেখে জনতাও পড়ুন
কবিতা | ৬ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪২১ বার দেখা | ১১০ শব্দ
ছায়া
তোমার কথা;
ভেজা ঠোঁট একান্তই তোমার,
কিন্তু নীরবতার সবটাই আমার।
তোমার চোখ;
তোমার দৃষ্টি একান্তই তোমার,
আর ভাঙাচোরা স্বপ্নরা আমার।
তোমার হাত;
আর আঙুলও শুধুই তোমার,
তবে হাতে হাত রাখাটা আমার।
তোমার হৃদয়;
হৃদয়ের রক্তক্ষরণও তোমার,
কিন্তু হৃদয়ের ঘন্টাধ্বনি আমার;
আর ভালোবাসা সেও শুধুই আমার। পড়ুন
কবিতা | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৮৭০ বার দেখা | ৩৪ শব্দ