কালাম হাবিব-এর ব্লগ

কবি কালাম হাবিব ১৯৯৯সালের ৬ই ফেব্রুয়ারি মালদা জেলার অন্তর্গত সাহাবান চক গ্রামে এক নিম্নবিত্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতা লাল মহাম্মদ মিঞা ও মাতা রুকসেনা বিবি। মা বাবার তিন সন্তানের মধ্যে কনিষ্ঠ সন্তান। শিক্ষা শুরু হয় সাহাবান চক প্রাথমিক বিদ্যালয়ে ২০০৪ সালে। প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে ২০০৯সালে বেদরাবাদ হাই স্কুলে ভর্তি হন এবং ২০১৬ ও ২০১৮ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কলা বিভাগে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ বেদরাবাদ হাই স্কুল থেকেই। তার পর ওই বছরই উচ্চ শিক্ষার জন্য ভর্তি হন ‘কালিয়াচক সুলতানগঞ্জ কলেজ’-এ।বর্তমানে পার্শ্বীয় কালিয়াচক সুলতানগঞ্জ কলেজ’এর বি এ সাম্মানিক বাংলা বিভাগে তৃতীয় বর্ষে পাঠরত। কবিতা লেখালেখির হাতেখড়ি দশম শ্রেণি পড়াকালীন , তবে আজও তার বেগ প্রবাহমান! কবির এই লেখালেখি বিশেষ কারও দ্বারা প্রভাবিত নয় বললেই চলে কবিতা পড়তে পড়তে ভাবনা আর সেই ভাবনা লিপিবদ্ধ করার অধীর আগ্রহই হাতে উঠে আসে কলম! কবিতার পাশা পাশি গল্প লেখাতেও কবির রয়েছে বিশেষ আগ্রহ ও মনোযোগ! কবির কবিতায় কথা বলে কলম, শরিয়তের মধ্যে থেকে সঠিক সত্য কল্যাণময় আদর্শের! কোন ভীরুতার ধার ধারেনা, সর্বাবস্থায় আওয়াজ তোলে সজীব তীক্ষ্ণ জীবন্ত দন্ড খান প্রতিবাদের শীর্ষক মাকামে! কবির প্রথম কবিতা “বেআইনি অস্ত্র ” এবং প্রথম গল্প ” নৌকা যাত্রীরা”। বর্তমানে পার্শ্ববর্তী কয়েটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এর সাথে শিক্ষকতার কাজে যুক্ত রয়েছেন……

অলীক এখন জগতে
এক সময় অলীকতায় করলাম আমি শেষ;
এই পৃথিবীর ক্ষুদ্র থেকে বৃহত্তর সব দেশ!
কোথাও খুঁজে পাইনি আমি মনুষ্যরূপী বেশ
যেথা যায় পাগল হই, অর্ধ শ্বাসে মৃত্য রই! থাকলেও মুখ, কিছু বলার নেই কো ক্ষমতা
এইতো আজ, চলছে সমাজ, ভগ্ন মানবতা।
স্রষ্টার কিছু নেইকো দেখছি মন্দ কী অমিল
সবার পড়ুন
কবিতা | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩১০ বার দেখা | ১৫৮ শব্দ
“ভোট”এর ব্যাথা
ও ভাই আমার সরকার!
মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া ছাড়া কি কোন নেই কর্ম আর?
কোন সালে সেই খুলেছ বদন তোমা অতি কাল হলো,
কত গড়েছ মৃত্যু মিছিল, আজ ভোল গো মোহ ভোল!
কর্কশ শব্দে ভরেছ দেশ, যেন মম মালিক গেছে ঘুমে।
হাজার হস্ত ছেড়েছে মম, বিদায় নিছে মাতৃভূমি চুমে!
দেখ গো পড়ুন
কবিতা, রাজনীতি, সমাজ | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২৭৩ বার দেখা | ৩১৫ শব্দ
শুনে নে
“যেথা গুজরাটি দুই ভাই মিলে,
মানব ও দেশটাকে তিলে তিলে,
কণ্ঠ স্বরের তীক্ষ্ণ দাবানলে,
হাজারো ছলে-বলে কৌশলে,
পরিণত করে চলেছে ধ্বংসের স্তুপ!
তবে কেন শত কোটি মানব রবে চুপ?” “সদা যথা তথা গুজরাটি দুই ভাইয়ের ইশারায়,
ওই দাঙ্গাবাজ জন্তু জানোয়াররা আশকারা পায়!
দাঙ্গা লড়াইয়ে মানবের নেই কোন পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৭৯৯ বার দেখা | ৩১০ শব্দ
প্রার্থনা
এই তো জানু পেতে বসেছি – পশ্চিমে আজ
গগনে নিঃস্ব একলা পুর্ণিমার চাঁদ।
নয়ন ভরা জলে,হস্ত দু’খান ঊর্ধ্ব গগনে –শেষের রাত্রি আমার একলা মোনাজাত। কোথায় উড়ে গেল আজ বীর যোদ্ধাদের ক্ষমতা
অদৃশ্য এক বীজাণুতে?
চক্ষু সম্মুখে দাপানো শত কোটি পথভ্রষ্টের দল
দিশেহারা আজ,হয় পাথর নিশ্চল! জাগাও শহর-নগর, গ্রাম-গঞ্জের পড়ুন
কবিতা | | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪৩৬ বার দেখা | ১৪১ শব্দ
মনস্কাম্য
ভাই, তোমা জীবন শত রঙিন চালে,
“ভরে উঠুক মুক্ত পবন তালে তালে,
হাজার দিশায় পেয়ে যাক স্বর্গ পথ,
শান্তি মোহনায় মিলে যাক মনোরথ!
ক্ষণিকের ভবে উদাস হোক না মন,
সত্যের ইস্পাতে গড়ে নিও জীবন!” “স্কুল কলেজ আর ভার্সিটির জ্ঞান
তোমায় না যেন দেয় কুকর্মে ধ্যান!
রবের ঐ রজ্জুকে পড়ুন
কবিতা | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪৭২ বার দেখা | ১০০ শব্দ
শিক্ষা এখন আস্তাকুঁড়ে
শিক্ষা এখন আস্তাকুঁড়ে শিক্ষায়তন সব আজ মনুষ্যরূপী আস্তাকুঁড়,
জ্ঞানের ধারা চরণ তলে হয়ে রয়েছে উপুড়।
দ্বি হস্ত-পদ প্রাণ আজ সেজে আস্তাকুঁড়ে,
সমাজটাকে পঙ্গু করে শিক্ষাঙ্গনে উড়ে।
জন্তুরও ভয় এখন জঙ্গলে থাকার!
কারণ, পাল্টে গেছে মানবতার আকার।
বিদ্যা এখন বই এ লেখা,
অন্ধর কাছে খুলে দেখা,
আরও বিদ্যা পড়ুন
কবিতা | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪৯১ বার দেখা | ৫৯ শব্দ
অহেতুক অণুভ্রম
তোমার একটু ভুলের ঝোঁকে
বয়তে জীবন গভীর শোকে,
হয়তো বা নিরন্তন ঘোরে ঘানি
হয়তো বা মরু মনে ঝটকানি;
তা হতে পারে কখনো ভরা জোয়ার,
ক্ষণিকের আনন্দ দিয়ে দৃশ্য তার
নিঃশেষ, চির নিরন্তর অদৃশ্য বেশ
যা এক ছাড়া দুই ততোধিক বক্ষ দেশ।
তবে জীবনের একটু ঘাম ঝরা নয় এমন শ্রম
দিলে পেতে সঠিক পড়ুন
কবিতা | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩২৭ বার দেখা | ৪৮ শব্দ
আমি'কে চিনলে
আমি'কে চিনলে
আমি’কে চিনলে ভাষা আমি বুঝি নি
মূল্য আমি খুঁজিনি,
এ সাড়ে তিন হাত
কীসের গড়া পাত,
যাতে চলে ‘আমি’
ওই যে মানব নামী। অন্ধরা তা দেখে
ভাষা বলতে শেখে,
চোখের রাজারা
হয় ভাষা হারা। ‘আমি’ জিনিসটা,
কোন আদর্শে শিষ্টা,
তার প্রশ্ন তারা তুলে না,
আদর্শ পেছাতে ভুলে না। বলি ‘আমি’-র পড়ুন
কবিতা | ৮ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪৮৬ বার দেখা | ৬২ শব্দ ১টি ছবি
ডিগ্রী ছিলনা তাই
ডিগ্রী ছিলনা তাই ডিগ্রী ছিলনা তাই,
পকেট কষ্ট পাই।
চব্বিশে শুধু BA নয়
BED করেও আমি।
সাতাশেতে শুধু MA নয়
MED করে বিপদগামী।। শুধু দেখি কাগজ কালি,
চলতে গিয়ে চোখ খালি।
গেলো আমার বয়ষ ক্ষয়ে,
কাগজ বোঝা ব্যাগ বয়ে।
জুটেনি ডিগ্রী আমার,
ব্যর্থ তাই কতই খামার।
গেলাম আমি আরেক খোঁজে,
দুঃখ আমার ব্যাগ বোঝে। বলে তোর তো শুধু কাগজ পড়ুন
কবিতা | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৯৮ বার দেখা | ৫৮ শব্দ
দেখলাম
দেখলাম
দেখলাম সেদিন ভোরে হঠাৎ করে!
রাস্তার রোয়াকে দর্শন হলো
অদ্ভুত এক দৃশ্য!
দিনের আলো তখনও আবছা,
বিবর্ণ এক নিঃস্ব
জীব, বিনাশের শেষ মুহূর্তে দাড়িয়ে
আবিষ্কার করছে ;
শহুরে নিজ স্বার্থ ভোগী জানোয়ারদের
বুদ্ধি, ইশারায় ধরছে। তার ইশারায় গঠনের ছায়া স্পষ্ট করে
আঁকছে সমাজ চিত্র।
দুই পা থেকে পড়ুন
কবিতা | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৬২২ বার দেখা | ৭৭ শব্দ ১টি ছবি
বাসা ভাঙা পাখি
বাসা ভাঙা পাখি নীড় ভাঙা একটি পাখি
বন্ধ করে দুটি আঁখি
বসে বসে কাঁদে। দুঃখের কথা ভাবতে গেলে
স্বপ্নে তাহার নয়ন মেলে
কত সুখের ঘর বাঁধে। চোখের জলে ভিজে মাটি
খুঁজে পায় সুখের পরিপাটি
সঙ্গী হয়ে পূর্ণিমা চাঁদে। তাহার আনন্দের নাই শেষ
ঝলকায় নতুন রূপের বেশ
দেখে পড়ুন
কবিতা | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৫১২ বার দেখা | ৮৬ শব্দ
বার্তা
📢 বার্তা 📣🌍👨‍👩‍👧‍👧
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
না করে “অসহায়, নিঃস্ব রাজনীতি”
না ফেলে সমাজকে দুর্বিপাকে
না সেজে “কু’চক্রে মানবতার দাস”
ওই কোণঠাসা খুলি হতে
“সত্য দ্বীনের” নিয়মটাকে
“সর্ব কালে শান্তি পেতে”
স্বেচ্ছায় করো প্রকাশ।। তুমি একা নও,
সকলেই আগুয়ান হও!
তবেই খুঁজে পাবেনা ধর্ষণ,
এমনিতেই মানবতা হবে বর্ষণ
তোমাকে আর প্রতিবাদ করতে
ও কাঁদতে হবেনা ধর্ষিতার পড়ুন
কবিতা | ৬ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৯২ বার দেখা | ৭০ শব্দ
সত্যে আহ্বান
সত্যে আহ্বান
সমাজ আজ ক্ষতবিক্ষত,
ধ্বংস লীলায় বাঁধা অবিরত,
রন্ধ্রে রন্ধ্রে দেখি সৃষ্ট মরণ বিল।
কোথায় গেলিরে সমাজবাদীরা দল,
ছুটে আয়, চোখ খুলে দ্যাখ;
তোদের বিবেকহীনতার ফল।
যাসনে ভুলে, দিসনা বিবেকের দুয়ারে খিল। ছেড়ে দে ধ্বংসলীলা!
দে একটু দে, দে শান্তি খুঁজে।
তুই কে? উদ্দেশ্যই কী তোর?
একটু দ্যাখ বিবেকটাকে বুঝে। ঝাঁপিয়ে পড়! পড়ুন
কবিতা | ৫ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৬৬ বার দেখা | ৮২ শব্দ ১টি ছবি
কোন সৃষ্টি নয় স্রষ্টা
কোন সৃষ্টি নয় স্রষ্টা
কোন সৃষ্টি নয় স্রষ্টা ভুল করনা, ভুল করনা!
সৃষ্টিকে স্রষ্টা ধরনা!
স্রষ্টা তো তিনিই;
যিনি দিনকে করে রাত,
রাতকে করে দিন!
যাহার কর্ম সীমাহীন! কোন সৃষ্টি নয় স্রষ্টা!
স্রষ্টা সকল সৃষ্টির উপদেষ্টা!
কোন সৃষ্টি পাইনা স্রষ্টার মান।
কখনো যায়না গাওয়া
কোন সৃষ্টিরগুনগান!
স্রষ্টা তো তিনিই;
যাহার কুদরত সর্বত্রে বিরাজমান! যিনি সর্ব পড়ুন
কবিতা | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৭৮৭ বার দেখা | ৫৫ শব্দ ১টি ছবি
♥ আমি শিক্ষিত বলে ♥
♥ আমি শিক্ষিত বলে ♥
“আমি শিক্ষিত বলে” (১)
আমি শিক্ষিত বলে, বেরই না ভোরের বেলা নিড়ানি কোদাল হাতে, মূর্খের মতো গায়ের ঘাম ঝরাতে।
আমি শিক্ষিত বলে, পেটের দায়ে অস্ত্র হতে মূর্খের মতো ডাকাতি করতে বেরই না মাঝ রাতে।
আমি শিক্ষিত বলে, যায়না মূর্খের মতো সরাসরি ঝামেলা পাকাতে।
আমি শিক্ষিত পড়ুন
কবিতা | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪২৭ বার দেখা | ২৩০ শব্দ ১টি ছবি