স্বপ্ন আমাকে টানে, টানে কবিতার অলস ঘুম জড়ানো একলা পাখি! তার সাথে আমার কথা হয়েছে, তাকে বলেছি ওহে পাখি, আমার একটি রাত চাই।
ঘুমন্ত একটি রাত! অলস স্বপ্নগুলিকে ঘুম পাড়িয়ে দিব!
কল্পপত্র আমার লেখা হয়নি, কল্পনায় আজীবন ফাঁকিতে পড়ে যাচ্ছি, এই সময়ে! আলস্যে মিলিয়ে যাচ্ছে তীব্র জীবনবোধ, বিনিময়ে ছড়ানো ছিটানো কিছু গ্রহ-নক্ষত্র বিলাস।
এক নিরব কবি’র চশমার ফ্রেমে গোধূলি যেন পূর্ণতা পায়। কল্পপত্র তবু অক্ষর শূন্য এক সুবিশাল মায়াময় বাস্তবতার শৃঙ্খল। একদিন প্রতিদিন ঘটে যাওয়া মুহূর্তের
সন্ধ্যা নামলে আমার আকাশ কেমন যেন ভাবালুতায় ডুবে থাকে। কোন রং থাকে না, স্থির মিনারের মতন কোন রা নেই। হাটা চলা নেই, পাখির ডাক আছে, ঘাসের উপর দাড়িয়ে থাকা আছে, পায়ে সুখস্পর্শ নেই। জুতোর দেয়ালে বন্দী ঘাসের দীর্ঘশ্বাস! এই সব সন্ধ্যা নামলে ছোট ছোট