আলমগীর সরকার লিটন-এর ব্লগ

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা “মেঘফুল”, ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

রেসকাটা ফুল
ভালোবাসার পরিচয়টা সে তো
সুগভীর -সমুদ্র হার মানায়-
রক্তের বন্ধন মূলে হারায় –
তবুও ভালোবাসাদের দ্বার শূন্য !
আজও অবুঝ কণ্ঠ ভরা গান!
শুধু উল্টোপিঠ মঙ্গলগ্রহে-
পরিচয়ের ইতি টান;
তাতেই বা কি ঘোর আনন্দ কাটে রেস –
আরো চাই ভালোবাসার কালবৈশাখীর মেঘ;
মুখে যাবে সবুজ ঘাসের বুকে
হায় হায় করে দল বহর মেষ !
পরিচয়টা পড়ুন
কবিতা | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩০৬ বার দেখা | ৪৮ শব্দ
সমাধান নেই
নদীর বাঁধ ভেঙ্গেছে, জানি না কি অভিমানে !
অচমা ঠিক ভুমি কম্পনের মতো ভেঙ্গে চূড়ে জল আর জল ;
কি তাঁর অভিমানের দৃশ্য কায়া, প্রকাশ করে না!
এই সংবাদ পত্র -টিভি চ্যানেলের মতো-
অপেক্ষায় থাকি ! বিষণ্ন দেহ -সে বুঝে না !
তবুও নদী কি বাঁধ ভেঙ্গেই যাবে ?
এর পড়ুন
কবিতা | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২৭৪ বার দেখা | ৫৫ শব্দ
গল্পে লঙ্কার
একটা গল্প ! হঠাৎ করে মলিন হলো-
রাস্তার মোড়ে মোড়ে কৃষ্ণচূড়া ঢেকে গেলো;
গল্পের উষ্ণগরম শুধু আগ্নেয়গিরি জ্বললো !
তবুও গল্প রয় -যমুনার খেয়া তরী যে বয়-
অনুভূতির বালুচরে একি হাহাকার
গল্পটি, ঠিক তেমনটি আছে -ঝালে লঙ্কার। পড়ুন
কবিতা | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৬২ বার দেখা | ৩২ শব্দ ১টি ছবি
শুধুই শ্রমিক
ধান পেকেছে -পুকুর ভরেছে
কত না মাছ দিয়েছে সাঁতার-
আমজনতারা তৌওরা জালে
খেও মেরেছে -সকালে কি বিকালে!
তাতে কি শ্রমদিবো –ঘাম ঝরাবো
পুশকুনির পারে শানবাঁধা বাঁধ বাঁধবো-
তবুও মূল দিবে না -দাম দিবে না
কারণ শ্রমিক খাটনিতে খাটবো
ওরা তো খাইবে দুধমাখা ভাতে সর-
কে ধরবে গলাচাপে বরের উপর ধর পড়ুন
কবিতা | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪৭০ বার দেখা | ৪১ শব্দ
জলের পরিচয়
হুতুমপেঁচা নয়গো –শুধু হায়নার সুরে কয় !
ভাবনার ইঙ্গিতে এই থাবার আক্রোশে সয়-
তবুও নম্র ভদ্র মানবতারা করে কেন রৌদ্রশ্বাস?
পরিচয়ের গণ্ডশালা বায়োস্কোপের গালগল্প আশ-
হায়না নয় -বায়না নয় -পুকুর জলে বাঁশ। পরিচয়টা থাকলে মনে কিসের তাতে ভয়ের কাশ-
জল নয় -মান নয় -ঘরের পিচে করে বসবাস;
এখন না হলে, একদিন পড়ুন
কবিতা | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৭৪ বার দেখা | ৬১ শব্দ
টেরা চোখ
সুরু মোগ ডালে হেটে যাচ্ছে টিয়া
মায়াবি চোখ দুটো টেরা হয়ে গেছে !
লালসে ঠোঁটটি কালছে হয়ে যাচ্ছে-
ঝিলিক মারা তড়তজা পালকগুলো
মরিচার মতো করছে দোল দোল;
হয় তো ঠোঁটে ঠোঁট রাখার টিয়া নেই
শুধু দূর আকাশে ভাসসে মনের কায়া
টেরা চোখে ভাঙ্গছে খেয়া তবুও দেখা। পড়ুন
কবিতা | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৬৪৬ বার দেখা | ৪০ শব্দ ১টি ছবি
অমরণ ব্যস্ততা
ব্যস্ততায় বটবৃক্ষ হয়েছে !
সামনে ডালপালা ভাঙ্গবে কি
জানি না?
তবে চেষ্টা করছি ঠিক বর্ষার মতো
তবুও একদিন !
মেঘবিহীন বৃষ্টি ঝরবে,
এই প্রত্যয় অপেক্ষা করছে-
সবুজ অরণ্যসমূহের মৃদুল পাতা
আর অমরণ ব্যস্ততা। পড়ুন
কবিতা | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪২০ বার দেখা | ২৫ শব্দ
পিরিতির অষ্টপাশ
পিরিতির অষ্টপাশে ঘেসলেই
ও মন মনা – সঙ্গিনী হতে হবে-
এমন রীতি আছে কথায় লেখা
পিরিতি হলো অষ্টপাশের ভেলা-
ঠিক যেমন ফুটবল ক্রিকেট খেলা। জীবন সংসার হলো অমৃতসুধা
জীবন গোলত করে পিরিতের খোদা
যুগের উপর যুগ থাকে রঙিন ফ্রেমে সাজা
পিমাত্মীয়র স্বীকৃতি ছাড়া পিরিতি
করে অলা ভুলা কর্মের ভীষণ জ্বালা! তাই বলি খেলো পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৮৪ বার দেখা | ৬৩ শব্দ
চশমাটার প্রয়োজন
ভাবনার চোখে পাপর ভাজা ছানি পরেছে; এই বার বুঝি বিষুর বাপের চশমাটা লাগবে ! কথায় পাবো চশমাটা ?
সেই স্কুলের হোসেন স্যার বলেই গেছে ‘‘কচুভত্তা কচুর ডাল খাবি’’ চোখ জড়া আর ভাল থাকে কই, সেই কচুই বা কথায় পাই? আরে না -না পড়ুন
সাহিত্য | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৭৩ বার দেখা | ৯৯ শব্দ ১টি ছবি
শিশির বিন্দু ছায়া
সবুজ পাতর উড়ানি বাতাসের কায়া
রাঙা টিয়ার ঠোটে করে না মালিঙ্গচার মায়া –
দেহের ভাজে ডানার ‍উষ্ণপরশে উড়ুধরু ছায়া;
কায়া আর মায়াগুলো আসমানিদের খেয়া
চাঁদ তারা মধ্যদুপুর নক্ষত্র উপর পরে-
ভাবনার দু’পলকে বটপাতার ছোঁয়া !
কচুর পাতার শিশির বিন্দু বিন্দু-
জলের তলে ভেসে যাওয়ার ছায়া। পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৫৪ বার দেখা | ৩৮ শব্দ ১টি ছবি
জলপুড়া মন
কি আনন্দ বর্ষার দেবী আসন বসেছে
সে কি কান্না ! কাঁন্নার জলে বনান ডেকেছে-
কারণটা বুঝি দেবীর ভীষণ পেয়েছে ক্ষুধা;
তাই খাচ্ছে আর খাচ্ছে সোনালী ফসল-
ভেলা ভাসানোর সমস্যা না হয় সে জন্য
এই পথ মাঠ ঘাট ভাঙ্গছে আর ভাঙ্গছে
ও বর্ষাদেবী কি আর করবে এ্ক্ষণকে আশির্বাদ পড়ুন
কবিতা | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২১৬ বার দেখা | ৫৫ শব্দ ১টি ছবি
আবার আসুক আনন্দের অনাচর
যে সময় চলে গেলো ঠিক কুকের মতো
তার ক্ষতচিহ্ন পরবে মনে ঠিক বৈশাখীর মতো!
কত ক্ষণ আসে যায় -তবুও কাছে ডাকবে না
কাছে আসবে না শুধু আনন্দ উৎসবের রঙমাখা যত। হয় তো অনাদি ঋণ সুদ হয়েছে ক্ষীণ অগোচরে-
তাই বলে কি অগ্নিশিখা জ্বলবে এতটুকু স্বার্থপরে;
সময় তো ঠিকি আছে পড়ুন
কবিতা | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২৫৮ বার দেখা | ৭১ শব্দ
শুধু অঙ্গঘ্রাণ
কি নিয়ম? ফুল ফুটে এক বার
ভালোবাসা হয় বার বার-
ঈশ্বর আল্লাহ ভগমান
সে তো নেই তো কিছু আরাধান!
তবুও দৃশ্য অদূশ্য ভাসমান-
কাছে আসে- দূরে ফেলে
ভেঙ্গে যায় -গড়ে উঠে উঠান-
এটাই তো পেলো পাঁপড়ির জগতময়
ঘোরানো শুধু অঙ্গঘ্রাণ। ________
২৩/০৪/১৭ পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২৫৮ বার দেখা | ৩২ শব্দ ১টি ছবি
তিস্তাতলায় ক্ষুত ক্ষুত
একলা মাঝে সরিষা ভূত
দু’কলা পিঠে লঙ্কার উদ !
উদের গায়ে গঙ্গার সর
তুলে না কেউ-
ভেসে গেলো শস্যক্ষেতের লাশ;
শুধু শনির জলে ঢেউ। একলা মাঝে সরিষা ভূত-
দু’কলা পিঠে লঙ্কার উদ! দল সাজে কাক আর কোকিল
হঠাৎ মঠাৎ জলে মরে-
স্থলে মরে আমজনতার গাছে টিল!
রসে বসে যার সর তাই তুলে
তিস্তাতলায় করে ক্ষুত পড়ুন
কবিতা | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৬২ বার দেখা | ৫৭ শব্দ
অবলার সম্যনীতি
রসগাছের ডালপালা মাথায় সুখ দুঃখের বড় অবলায়
কে চিনে- কে বুঝে –সেই তো ধবলা রঙে রাঙায় !
পোড়া কাঠে বাহারি গন্ধ গায়ে সোনামুখে ঝিলিক-
অবলা কয় ধবলারে শুধু শিসা তামার কি দিলে ক্লীক; রাখবো কথায় সবিই যে বন্যা ভাসার কায়া-
নোনা জলে সাঁতারকাঁটে মায়ার জালে পড়ুন
কবিতা | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৬৩ বার দেখা | ৭৬ শব্দ ১টি ছবি