আলমগীর সরকার লিটন-এর ব্লগ

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা “মেঘফুল”, ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

আঁধারে পুকুর চুরি
আঁধারে পুকুর চুরি পুকুর পারে কৃষ্ণচূড়া আঁধার মুখি
সুবাসটা পূর্ণিমার ঝোঝাল রাত্রি;
সুখটা সমুদ্র সৈকতে চোরাবালি
তবুও আসছে আঁধার ছোঁয়া ধূলি। পাশে দাঁড়িয়ে থাকার একটু নিরবতা
শ্রদ্ধা নয় ঘৃণা অতঃপর আঁধারের
ভরা বুকে- গোলাপ, বকুল, চামেলি-
জানা অজানার সুবাস শুধু কাণ্ডারি; এখানেই আঁধার হিসাব খাতার গুণিগুণি
ঐখানে যেও না গায়ে দিবে পুকুর চুরি-
দুর্বাঘাসের কান্নার পড়ুন
কবিতা | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২৯৪ বার দেখা | ৫০ শব্দ
মানুষ ভাব
মানুষ ভাব ওহে পশুর রাণী বুচি সুচি
মানুষ কে মানুষ ভাবো-
তোমার মতো পশু নয় ! তুমি যেমন চারবেলা খাদ্য খাও-
রাখাইন রোহিঙ্গা কে মানুষ
ভেবে সমস্ত অধিকার দাও। নইলে তোমার রক্ষা নাই-
বিশ্ববাসী মুগলি হয়েছে তাই;
তুমি বিবেক ধর্মের কাছে দায়? শুধু রোহিঙ্গা কে মানুষ ভাবো
রাজ্যের বুকে শান্তি যাক লুটাই!
মরে গেলে হবে মৃত্তিকা পড়ুন
কবিতা | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪১৫ বার দেখা | ৪৫ শব্দ
কি পেলে?
কি পেলে? কি পেলে শুধু ঈদ উৎসব নিলে?
কাছে পেয়ে সবকিছু ভুলে গেলে-
ভবিষ্যৎটা ভাবলে কি নতুন স্বাদে
জল স্থল ফসল ভাঙ্গার ভিটে!
নাকি তাতেই খুশি মুখ পিটে । এই ভাবে থাকো না ভেঙ্গে বুকে-
একদিন বিবর্ণ হবে জলের শোকে:
সোনালী মাঠ আর কি দুখে।
তবুও কিছুতো একটা পেলে! কার গড়লো ভিটে রান্না পড়ুন
কবিতা | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩০৯ বার দেখা | ৫৭ শব্দ
অনাদায়ী মেঘ
অনাদায়ী মেঘ নীল অসমান কোণে এক
বুড়ো অনাদায়ী মেঘ- রিমঝিম হঠাৎ বৃষ্টির শব্দে-
ভিজে যাই- ভিজে কি যাও ?
-শুধু ঝড় তুফানের বেগ ! ধূসর মৃত্তিকায় রঙকরা মূর্তি-
কত না গড়েছি কীর্তি-কেনো নেই কৃতজ্ঞতার স্মৃতি-
শুধু দৃষ্টিপাতে অনাদায়ী স্মৃতির ছোঁয়া-
তৃণকুটিরে কি মায়া বয়ে যায়-
-লেগেছে বুঝি প্রেমের হাওয়া। ও বুড়ো মেঘ পূর্ণিমাতে পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৮১ বার দেখা | ৬৫ শব্দ
প্রয়োজন
প্রয়োজন ও ফানুস) কেনো এতো কর
ক্রোধ হিংসা অহংকার-
এভাবে বাঁচবে কি চিরকাল ?
রঙ দেখিস -সঙ সাজিস
কাছের মানুষ অপ্রয়োজন ভাবিস-
এই কিরে তোর ধর্ম কর্মের হাল ও ফানুস) দেখিলাম শুধু তোরে
নিঃশ্বাসে নেই নেই এতটুকু বিশ্বাস!
তাই ত পারিস, রক্তের বাঁধন ছিন্ন
খেলা ঘরে খেলো তাস–ভয় ডাঙ্গায়
কাপে না মন- ক্ষমার অযোগ্য হলেও
ক্ষমা পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩১৯ বার দেখা | ৭৭ শব্দ
কোরবানি
কোরবানি কতটুকু মাংস খাবো- কি খাবো না
মনের পশু কোরবানি দিবো- কি দিবো না
সদা উত্তর জানোও সোনা বলে- জানি না !
মাংস ভাগাভাগি কোরবানির একি নমুনা –
কি হলো মনের পশু মনেতে কি রইল ? ভাবু আকাশ বাতাস উ ভেসে গেলো-
আমার ত্যাগসাধন্নীর কোরবানির কি হলো?
সবই জানি বুঝি তবুও মনের পড়ুন
কবিতা | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪৩২ বার দেখা | ৫৮ শব্দ
ক্ষমতাই ধর্ম
ক্ষমতাই ধর্ম বিষণ্ন সঙ্কীর্ণ জোয়ার তুলা মনে-
একি দেখছি, মানবতার কোন ধর্ম নাই ।
ক্ষমতাই হলো সবচাইতে বড় ধর্ম- বুঝতে পাই;
আকাশ বাতাস জল স্থল বহে তার স্বাক্ষী-
তাই তারা নাফ নদীতে ডুবলো রক্তভাসী;
আইএস নামের সন্ত্রাসী কাণ্ড-
এ এক ক্ষমতারী যে ধর্ম । আর্ন্তজাতিক সংস্থার স্বার্থ নাই বলে-
ওরা খেলে -ওরা ভাসায় পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৬০ বার দেখা | ৯৮ শব্দ
এখানে তুমি
এখানে তুমি রক্তমিশানো বিদ্রোহ এখন কথা বলে না
চারপাশ মূত্যুর ভয়, নিঃসঙ্গ বোবা বেদনা;
হঠাৎ কখন আওয়াজ তুলবে বিদ্রোহী-
স্বর্ণকমল রাস্তার মোড়ে মিছিলে লহরী
এক একটা নজরুলের স্বরূপ গর্জন শুনী
শ্লোগানে শ্লোগানে মিলে কি কাণ্ডারী
তুমি ঘাসফুল ঘাসফড়িং সুর প্রভাতি-
দীপ্তশিখার প্রতিবাদী করেছো চিরঞ্জয়ী
সঞ্চয় ক্রোধ ঘৃণাগুলো বোধচেতনায়
ভরে উঠুক প্রণয়ে প্রণয়ী তুমি বিদ্রোহী। পড়ুন
কবিতা | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২১২ বার দেখা | ৪৪ শব্দ
আ-দের কারণ
আ-দের কারণ আ-দের কারণে: বদলে যেতে চাই-
নিঠুর সময় বড় নির্দয়; তবুও বদলাতে হয়!
নক্ষত্র, ধ্রুবতারার ঝিকিমিকি রঙ সাজ
মুখরিত ঘাসফুলের ঘ্রাণ যদি পাস; না না – বিষ আর বিষ ছোবল আর ছোবলে-
ব্যাথার পাঁজর নিম হয়েছে; বুঝতে পাস?
আ- দের কারণে ! ভিতর বাহিরে জ্বলছে আগুন
এতটুকু নিভাতে না জানিস ? পড়ুন
কবিতা | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২৯৩ বার দেখা | ৭৪ শব্দ
গোলাপের বুকে প্রজাপতি
গোলাপের বুকে প্রজাপতি দেহ রঙের ঢেউ বহে কল কল
ভবনমাঝির খরতাপ আহা কি বল বল ;
কি রূপের সাজসজ্জা সকাল দুপুর সন্ধ্যা-
কি আঁকালে চরবালির রঙে ছবি-
সেই ছবিতে আনো এতটুকু অনুভূতি!
গোলাপের বুকে মধু সংগ্রহে প্রজাপতি। পথের মাঝে গন্ধ রসে পেতে বল কতটুকু রাজি-
ধোঁকা বাজ পিঁপড়া বড়ই হয়েছে যে পাজি পড়ুন
কবিতা | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৩৩ বার দেখা | ৭৯ শব্দ
শুধু কষ্টদূত
শুধু কষ্টদূত ঐ হিমালয় সম কষ্ট দূত-
আর সমুদ্র সম অথৈ জল !
পূজো করার এক মুঠো
কৃষ্ণচূড়া রাঙা শতদল। হায় হিমালয় -হায় সমুদ্র
আর কত শোকে মাতন-
কলাগাছের মানবতায় শুধু
কতটা নদে কর রক্তক্ষরণ; নির্জনে দেহের আর্তনাদ
সেতো ভূমিকম্পন সমবাদ
শ্মশন পোড়া উড়া ছাই-
শঙ্খ চিলে মাটির গন্ধ নিতে
মলিন রাখো একটা রাত। ঐ হিমালয় সম কষ্ট পড়ুন
কবিতা | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২১২ বার দেখা | ৬০ শব্দ
রঙিন কল
রঙিন কল দূর থেকে বহুদূর -আর কত দূর পথ-
ঐ যে নীল গাঁও- সংবাদটা রঙিন কল দাও !
শোনবে না শুন, জানতেও চায়বেই না অভিমান;
বাঙ্গালী, যমুনা খুব বকেছে রঙিন কল দাও। কত বাঁধ কত কলাগাছ শুধু স্মৃতিই দুলছে
নয়ন পাতে টলমল কত বর্ষার প্রণয় ভাসছে জল-
সবুজ সোনালী মাঠ দিগন্ত পড়ুন
কবিতা | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২৮৯ বার দেখা | ১০৫ শব্দ
যমুনা কাছে প্রার্থনা
যমুনা কাছে প্রার্থনা ও যমুনা তোকে ভালোবাসি বলে
আমার বুকে মরা বানভাসাস-
তোকে শ্রদ্ধা, স্নেহ, মনে করি বলে
সোনালী মন পাঁজর ভাঙ্গিস:
বল না কেনো এত তোর অনুরাগ?
তোর আল্লাহর দোহায় লাগে
আমার বুকে আর বানভাসাস না। এত জল কত মৃত্যুর আর্তনাদ
এইসব দেখে তোর খুব আনন্দ পাস!
আর কত আনন্দ করবি যমুনা-
তুই ত পড়ুন
কবিতা | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩১৮ বার দেখা | ৬১ শব্দ
ঘাসফুলের ছুঁয়া
ঘাসফুলের ছুঁয়া বাড়ির সামনে সরিষা পথের মোড়
চলতে ফিরতে কত স্বপ্ন ঘোর–
এক বাগান ঘাস ফুল শুন্যেই উড়েছে-
শুন্যের মাছে আঁধার বুক
এক মুঠো সরিষা ফুল ছুঁয়েছে
সেই আঁধার আমার সঙ্গী হয়েছে।। সঙ্গী বিরল গাঁয়ে স্মৃতির ভামবিড়াল
শুধু ভাবনার পূর্ণিমা রাত পোড়া বেদুঈন-
এ ভাবেই, চলতে ফিরতে একদিন;
পথের মোড় হবে ভালোবাসার অধীন!
ঐ কৃষ্ণচূড়া পড়ুন
কবিতা | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২০৩ বার দেখা | ৫৭ শব্দ
হঠাৎ যদি এমন হতাম
হঠাৎ যদি এমন হতাম হঠাৎ যদি এমন হতাম
জনসমুদ্রে পিচঢালা রাস্তার মতন,
বুকের উপরে শু-শা করে কত না
যাত্রীবাহি গাড়িগুলো গরে গরে যাচ্ছে ঘটিয়ে দুর্ঘটনা,
টপ টপ করে তাজা রক্ত পরছে, দেখতো,
জল ঝরাতো নয়নে। বিচার দিনে বস্তুনিষ্ঠ স্বাক্ষী নাহয় দিতাম।
হঠাৎ যদি এমন হতাম
শিশির সিক্ত প্রভাতের রক্তিম সূর্য
গাঁ পড়ুন
কবিতা | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৫৭৩ বার দেখা | ৯৮ শব্দ ১টি ছবি