আলমগীর সরকার লিটন-এর ব্লগ

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা “মেঘফুল”, ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

কাঁপছে বর্ণমালা
কাঁপছে বর্ণমালা বর্ণমালা কাঁপছে, শীতের দেবতার তরে
উষ্ণতা খুঁজছে, শৈত্যপ্রবাহ কুয়াশা জুড়ে;
দুটি ব্যাগে বর্ণমালার দূরগম পথ ছুটে চলার প্রত্যয়
নতুন প্রজন্ম স্কুল কলেজ প্রঙ্গনে কত উদ্যোগ-
তাদের সোনালী ভাবনায় এক অভয়চিত্র খেলা রয়; যত শীত শৈত্যপ্রবাহ রাস্তার মোড়ে করছে জয়!
বাস্তবতার বিবেক প্রসন্নচিত্ত এখন বাংলা মা;
অতঃপর আগামীদিনে হবে না বর্ণমালার পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪২৪ বার দেখা | ৫৪ শব্দ
তারার মেলা
তারার মেলা// মাটির ঘরে বকুলের মালা
কেন জানি খুব মনে পরছে!
কি গন্ধ সুবাস চার দেয়াল
শ্যাম শালিকও অদূরে ছুটছে। তবুও বকুল গাছ থামছে না
ঝরে পরে কতো ফুল -কেন?
শুধু মাটির প্রণয়ে ছাড়ে না
দৃশ্যবিরল করে অকুল বেকুল; ফুরায় না সে দীর্ঘশ্বাসের গন্ধ!
গুমড়ে উঠে- জানালটাও বন্ধ
গলায় পরা মালা হলো অন্ধ-
নীলাকাশে তারা মেলেছে পড়ুন
কবিতা | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৯৬ বার দেখা | ৪৫ শব্দ
বায়স্কোপ মেলা
বায়স্কোপ মেলা প্রতিদিন নিঃস্বার্থ ভাবুকচোখ শুধু বায়স্কোপ দেখি
কখনো নিরব জলঢেউ -কখনো দীর্ঘশ্বাস-
কত ফিল্মের পরিবর্তনকাল, কতটুকু হিসাব ছাড়া!
রঙ ঢং সাদা কাগজ মোড়ানো ফুলের মেলা। নিঃশেষ শুধু বর্তমানের জিয়ৎ কুন্ড-
স্বপ্নলোকে দেখবো বায়স্কোপের চিত্রবিন্যাস!
পাশে থাকবে না সবুজারণ্য – নীলাকাশ-
ধুয়াশা কিংবা কুয়াশার ক্ষীণ বেলা। অতঃপর হোক না মৃণাল মৃণাল খেলা-
বায়স্কোপ সংসার পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪০৫ বার দেখা | ৫৯ শব্দ
বিবেকের শূন্যতা
বিবেকের শূন্যতা // এক হিমালয়, পাহাড়ের দীর্ঘতম
দুঃখ গ্লানি মুছে ফেলতে বলে !
কিন্তু রূপবর্ণ নীল সবুজারণ্য ঝর্ণাধারা থেকেই যায় –
শুধু এতটুকু উচ্ছ্বাস করার জন্য কিছু ক্ষণ
উল্লাস মুখর ছন্দময়ে কি বিবর্তন?
অতঃপর অপরিবর্তন থাকে অন্তরায়
নতুন সনের এক পাহাড় হিমালয়-
বিবেক হার মেনে রয় -অাবেগের মায়ায় !
শুধু আকাশের ঠিকানায় হৈ পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪৩৬ বার দেখা | ৬০ শব্দ
মাটির রঙ বুঝা দায়
মাটির রঙ বুঝা দায় জলের রঙ চিনা যায় মৃদঢেউয়ে
অথবা গভীর খরস্রোতে-
প্রকৃতির সবুজারণ্যও বুঝা যায় গাঢ়
সবুজে কিংবা শুকন ‍শূন্য ডালে!
শুধু ধূসর মাটির রূপবর্ণ চিনা বড় দায়
কারণটা অজানা হয়তো একান্ত প্রয়োজন বলে। তবুও চিহ্ন থাকে দুর্বাঘাসে কিংবা
হয়ে কথাও জোনাক জ্বালা বাতিঘর!
অতঃপর মাটিকে চিনে নিতে হয়
প্রণয় ঊর্মী দিয়ে-অনলের তাপদাহ পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৩০ বার দেখা | ৬৩ শব্দ
নগ্ন মায়ানমার
নগ্ন মায়ানমার আর কি কোন নগ্ন ইতিহাস আছে
আজকের মিয়ানমার আকাশে তার হার মানাই !
আর কি কোন পশুর রাজ্য আছে-
আজকের মায়ানমার দেখে আর্তনাদ পাই। যুগ যুগান্তের সর্বশ্রেষ্ঠ নগ্ন ইতিহাস রচিত হলো-
প্রতিটি জল পাতার দৃশ্যবিরল কাঁদবে মানুষ;
দেহের শিরা উপশিরা শিউরে উঠবে- দ্বিখণ্ডিত হবে-
রক্তের সমস্ত বাঁধ আর জ্ঞানচক্ষু ভিজে পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৪৫ বার দেখা | ৭১ শব্দ
বদলানো
বদলানো গতকাল ঐখানে যেমন ছিলাম
আজকেও এখানে তেমন আছি;
মুত্যৃর পরে কেমন থাকবো!
জানি না -জানি না ? তোরা কেউ
জানিস নাকি- জানলে পরে
বলে দিস- আমি বদলে যাবো-
ঠিক বসন্ত ফাল্গুনির মতো। গতকাল নদী, বৃক্ষ দেখছি যেমন
আজকেও দেখছি তেমন
নদীর বুকে চর হয় বৃক্ষের ডালে
বৃদ্ধ পাতাগুলো ঝরে যায়
নতুন গন্ধস্বাদে আবার অঙ্কুর হয়। শুধু পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২৬৭ বার দেখা | ৬২ শব্দ
হাসির রঙধনু
হাসির রঙধনু ঐ হাসির রঙধনু রঙে
শত ফুলেরা রাঙিয়ে যায়-
ঐ দুষ্টির সঙে কামুক নুপূর নেচে উঠে
এক ভাবনার স্বপ্ন ছোঁয়া পায়!
এ দেহমাটি গন্ধসুবাস চায়। ঐ হাসির মাঝে ফাল্গুন বার মাস বাও
ঠোঁটের অগোচরে রাঘববোয়াল দৃষ্টিতে পাও –
দেহের আকাঙ্ক্ষা মাটিতে থাক –
জোছনাপুড়া স্মরণে একটা হাসি হেসে যাক
সমুদ্রে অথৈ তলে ভেসে পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৭৮ বার দেখা | ৪৫ শব্দ
চিত্রকলা
চিত্রকলা বা – বা কই রে রঙিন ঐ প্রচ্ছদ-
না -বলো না, নাহয় অনুপ্রবেশবাদ;
লাল ধোঁয়ায় রাঙা ছোবল মারো
মুক্ত মাঠে নাই বা দিলে অবসাদ-
শুকনো পাঁপড়ির সাদা মেঘ উড়াও
গলা টানলেই চিত্র কারুকার্য আঁকাও। পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩০১ বার দেখা | ২৯ শব্দ ১টি ছবি
উত্তর কোথায়?
উত্তর কোথায় ? একটা বুলেটের মাথায়, ঈশ্বর নেই
হাজার মানবতার প্রশ্নমুখে, প্রেম নেই !
কি করে থাকতে পারে- ঈশ্বর?
উত্তরটা হয়তো জানা আছে ওদের কাছে-
যারা খুন ধর্ষণ বর্ণচোরা প্রেমো মন
নির্বিঘ্নে হত্যা করে- রক্ত বানায় ফাঁন্টা নদী। হায় প্রভু- ওদের কাছে হয়েছো, কাবু !
মজার ছলে সর্বাঙ্গে বিরাজ পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৪৯ বার দেখা | ৬১ শব্দ ১টি ছবি
স্বকর্ম ভাবনা
স্বকর্ম ভাবনা দেহ দেখো দেহ ধরো
মনের খবর মনেই লয়
নিজের দেহ মনের খবর কেন রাখো না বেশ তো অন্যের ভাবনা নিজেই ভাবো
আপন ভাবনা ভাবো না
পরনিন্দা অন্য কে বলো পূণ্য কাজে চলতে বলো
স্বনিন্দা বল না পূন্য পথে চল না! আপরের সন্দেহের দণ্ডকথা গুনগুনাও
শুধু নিজের সন্দেহ কথা ফুরফুরাও না-
এভাবে ময়লা পড়ুন
কবিতা | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪২৭ বার দেখা | ৫৭ শব্দ
শুধু প্রেম
শুধু প্রেম রঙবিরলতায় আসমান মেঘের রবি শশী অন্তহীন প্রেম!
কোন জ্বালা যন্ত্রনা নেই শেষটা তার কিয়ামতের উল্কি-
আর আকাশের যত জ্বালা যন্ত্রনা বিষণ্নময় একপলশা বৃষ্টি; বৈচিত্র্যময় রূপের রাণী ধরণীর বা কমকিসের কাদামাটি
শুধু বিষন্ন চৌকাঠে কাঞ্চন রাঙা সাদা কাপড়ে উড়া বক
কথাও ছয় ঋতুর প্রেম নেই ঠোঁটপুড়া পড়ুন
কবিতা | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৫৩ বার দেখা | ৪৩ শব্দ ১টি ছবি
শালিক গাঁয়ের কন্যা
শালিক গাঁয়ের কন্যা ঐখানে সরিষা মাঠ, হলদে রঙের কন্যা-
একটা শালিক গান গেয়ে যায়!
কন্যার কত দুরন্তপনা-মায়ের তরে
কন্যা নাচে- কন্যা কাদের বাড়ি যায়। ঝিলের ধারে শালিক চেয়ে থাকে
কি হাসির মায়ায়; সত্যি একদিন
কন্যা হেঁটেই চলো দূরের গাঁয়-
আজও সরিষা মাঠে শূন্য শুধায়
কত না আনন্দ বেদনা তার না দায়। পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪০৪ বার দেখা | ৪২ শব্দ
কঞ্চি আঘাত
কঞ্চি আঘাত সলুকপুড়া গন্ধক ছড়ার গায়ে কঞ্চির শত আঘাত-
কঞ্চির বাগানে উৎ পেতে আছে- আঁধার করা রাতের শুধু ফাঁদ-
তবুও এ গায়ে লেগে আছে পূর্বালি বাতায়ন, শীতল কাটার আচ; ফুরিয়ে যাচ্ছে গন্ধ সুবাস মন মাতাল বন্ধরে উপঢৌকন দেহখাঁচি-
হায় কঞ্চি ! মাটির জাংলা ছাঁদ বানানোর হয়ে পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪৪১ বার দেখা | ৫০ শব্দ ১টি ছবি
চরিত্রহীন
চরিত্রহীন তেঁতুলবৃক্ষের চরিত্রহীন শেষের কথাটাই যেমন-
তার চোখ – তার মনের ডালপালা করে প্রমাণ; আর দেহের অগ্রভাগে চিহ্নরোদন, আগেই বুঝে দেয়
আমি শ্রেষ্ঠতম চরিত্র সুন্দর বনের পশু চরিত্রহীন; ‍ বৃক্ষশশী তেঁতুল, ভাবতে পারে না জলারণ্যের মতো!
সন্দেহের ঊষসী সমস্ত ধরণীকে গর্জেতুলে চরিত্রহীন। পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৬৯ বার দেখা | ৩৭ শব্দ