আবার যদি ঘ্রেয় অনলে পোড়াও- জ্বালোও-
সত্যিই পথহারা অপেক্ষায় ছিলাম;
আসবে পাখসাট ভেঙ্গে কিন্তু-
ঐখানে ছিল দ্বৈরথ; শুনেছি, করেছো নাকি ঊঢ়া ! বেশ করবেই তো-
যে প্রণয়ের জঙ্গম ছিল না, শুধু তাকে
এভাবেই মুমুক্ষা করতে হবে-
দুর্দমনীয়, অন্তঃসলিলা! কেন অপাঙ্গ জুড়ে অবিনশ্বর,

