আলমগীর সরকার লিটন-এর ব্লগ

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা “মেঘফুল”, ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

গোলাপের ঘ্রাণ
গোলাপের ঘ্রাণ
গোলাপের ঘ্রাণ একটা গোলাপের ঘ্রাণ দিব্যি করে যাচ্ছে অস্বীকার
সেই গোলাপ না থাকলে আজ ফুলেল ভরা
সাজসজ্জা বাসর হতো না আর–
মৌমাছিদের মুখরিত কল্লোল ভালবাসা বলা হতো না
অথচ গোলাপের কত নিন্দার ঝড় তুলে- বুক কাপে না; আমি- সেই গোলাপকে দেখিনি শুধু ঘ্রাণের মুগ্ধতা
ছুঁয়ে গেছে দেহ পড়ুন
কবিতা | ১৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৯৯৭ বার দেখা | ৯২ শব্দ ১টি ছবি
ক্ষমতাই ধর্ম
ক্ষমতাই ধর্ম বিষণ্ন সঙ্কীর্ণ জোয়ার তুলা মনে-
একি দেখছি, মানবতার কোন ধর্ম নাই।
ক্ষমতাই হলো সবচাইতে বড় ধর্ম- বুঝতে পাই;
আকাশ বাতাস জল স্থল বহে তার স্বাক্ষী-
তাই তারা নাফ নদীতে ডুবলো রক্তভাসী;
আইএস নামের সন্ত্রাসী কাণ্ড-
এ এক ক্ষমতাধারী যে ধর্ম। আর্ন্তজাতিক সংস্থার স্বার্থ নাই বলে-
ওরা খেলে -ওরা ভাসায় রক্তজল –
রক্তহোলি পড়ুন
কবিতা | ১০ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৮৬ বার দেখা | ৯৬ শব্দ
কুঞ্জমানুষ
কুঞ্জমানুষ মানুষ হতে খুব ইচ্ছা হয় শুধু একটা মানুষ !
যেখানে নিত্যক্ষণে খেলা করে বজ্রপাতের
মতো সাজসজ্জা- সত্যের সোনালী ফসলে
শালিকদের গান হয়ে যাওয়া মিথ্যের শূন্য ভরা ডোল;
সেখানেই মানুষ হতে খুব ইচ্ছা হয়; তাই বলছি? তারপরও ভাবছো- মানুষ হতে পারলাম কোথায় ?
শুধু অমানুষের মতো ছুটে চলি পড়ুন
কবিতা | ৬ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৬৩ বার দেখা | ৮৩ শব্দ ১টি ছবি
লালচারি ভরা জল
লালচারি ভরা জল লাল চন্দনপুষ্প জ্ঞানসাগরে
অবোঝ ঝরে জল-
কালো মিয়ার মুর্খমেঘ রঙ্গরসে
হাটু জুড়ে বল
-বল দেখি খল–
পঞ্চ ইন্দ্রিয়গোচর ভরে জল খাই-
ঐ ওয়াসার স্রোত মুখে-
ডুব দিতে যাই!
-ওরা তো কাবু পূর্ণিমার
চারি ভরা জল করে ঝল ঝল নক্ষত্র রাত-
ওরা তো সবুজ সোনালী
শস্যক্ষেতের রাক্ষস;
আমন্ত্রন জানাবো না ডুব সাগর,-
অসহ্য যন্ত্রনা একলাই থাকি,
আঁধারে পড়ুন
কবিতা | ৮ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২২৩ বার দেখা | ৪৬ শব্দ
ঘৃণার ভয় আছে
ঘৃণার ভয় আছে – শুধু ঐখানে
অপরূপ সৌন্দর্যের রজনীগন্ধার বাগান ছিল !
পাপড়ির ঘ্রাণে –
ঘ্রাণে মুগ্ধ হইতাম -প্রায় প্রতিদিন
– সকাল বিকাল
গন্ধে আনন্দ উচ্ছ্বাসে এদিক ওদিক ছুটে চলতাম;
অবোঝ মন –
কখনো বুঝতাম না-রুপ যৌবন সুগন্ধির গায়ে
যে অসহ্যময়
রাতের পালঙ্কে নির্ঘুম পাড়ানির এলার্জি আছে-
কোন সতর্কতার
বার্তা নেই-আভাস নেই ঠিক তাই হলো একদিন পড়ুন
কবিতা | ১৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২৮১ বার দেখা | ৬৩ শব্দ
কাঁঠাল তক
কাঁঠাল তক বর্ণ ধূসর স্বর্ণ খেরে ভাবনাগুলো রসাক্ত
পথের বাঁকে কাঁঠালগুলো ছিন্ন ভিন্ন
শুধু দৃষ্টিপাত জনসমুদ্রে বাহারি তকতকে-
তারার গায়ে অবাক চোখে সহনিদ্রাহীন
তারপর অন্তঃপরবাসে নিশিদিন;
মেঘের ভেলায় ভেলায় বাবই পায়ের খেলা
যেনো ঐ যমুনার জলতরঙ্গে চলা-
প্রজন্মের কাঁঠালগুলোর কেটে যায় বেলা
তবুও ভাবনাগুলোর রসালো তক-
তেমনী রবে গাঙচিল ঠোঁট বলে রব রব
মৃত্তিকা জুড়ে পড়ুন
কবিতা | ৭ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৫৫ বার দেখা | ৪৮ শব্দ
আফসোস
আফসোস

আফসোস কি আফসোস- গাছের গুড়া অথবা মাথায়
সমস্ত ভাবনার মেঘগুলো গুড়গুড় করে-
ঐ দুটি কাজল চোখে জল গড়াবে কতদূর? আঙ্গিনা থেকে পুকুর- পুকুর থেকে বিল-
বিল থেকে নদী কিংবা চূড়াগঙ্গা মহাসমুদ্র-
জলহীন ভাসমান আফসোস- কাজল চোখ
তবুও সাজতে জানে না কেউ, কমলিলতা
বকুল পড়ুন
কবিতা | ৬ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৩৪ বার দেখা | ৫২ শব্দ ১টি ছবি
দৃষ্টিপাতে দিয়াশালাই
দৃষ্টিপাতে দিয়াশালাই জলপুস্প দুরন্তপনার এক অঘোরতন্ত্রী
চরমুখে ! দৃষ্টিপাত শুধু উত্তাপ গ্যাসের উৎপাত-
মনের লালকালো জানালার উচ্ছ্বাস বহর
ভাবছো জরুরী একটি দিয়াশালাই প্রয়োজন ! অলিগলিতে কত আছে -ফ্যাশান দোকান ঘর
দিয়াশালাইয়ে জ্বালাতে পার শান্তশীতল মিছিল
তাতে পোড়ে হয়ে যাবে উড়ো ছাই- এ দিয়াশালাই কাঠিতে লাল গ্যাস জ্বালালে না
সঞ্চয় রেখে দিলাম বক্স খোলার পড়ুন
কবিতা | ১১ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২৪৫ বার দেখা | ৪৬ শব্দ
দেখিলাম না রুপ
দেখিলাম না রুপ মাছের রুপ জলের মাঝে-
তাও দেখিলাম;
পশুর রুপ বনজঙ্গলে-
তাও দেখিলাম!
কত না মানব জনম রুপ
তাও দেখিলাম; তোর রুপ দেখিতে দেখিতে
কেনো মরণ হলো
তবুও দেখিতে পারলাম না
টাকা রে তোর রুপ। ফকির বাদশার উড়া হস্তে দেখিলাম
তোর রুপের মাধুর্য্য সালাম
ভাবুক চোখের লজ্জায় মরিতে
মরিতে জ্ঞানীগুণী দেখিয়েছেন
বলিয়েছেন তুই নাকি
দ্বিতীয় ঈশ্বর তাই বুঝি দেখিতে
পেলাম পড়ুন
কবিতা | ৬ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২৮৫ বার দেখা | ৪৯ শব্দ
বন্ধুর রঙ
বন্ধুর রঙ দু’চোখের মধ্যলোমে ঘোর পুড়ছে-
দুল দিয়েছে বন্ধুর রঙ!
ভাবনার ফুলদানিতে
গোলাপ কৃষ্ণচূড়ার বিরল হাসি-
আঁকাবাঁকা রাস্তার মোড় বয়ছে
বাতাসে রঙধনুর ছবি। রঙ বিরল হয়ে যাই বোকা,
তবুও ঘোর উল্লাসে তখন
তীরধনুক চোকা চোকা-বুক পকেটের
হাতে শূন্য কায়া-
কখন যে উড়ে এসে জুড়ে বসে
কাঁঠাল পাতার টাকা ! টাকা হয়েছে -ভাতা হয়েছে
কিসের তবে কষ্ট বাঁকা?
বন্ধু দিবসের পড়ুন
কবিতা | ৫ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২৬৭ বার দেখা | ৫৬ শব্দ
আঁধার কাঁদায়
আঁধার কাঁদায় এক পৃথিবীর রূপুজ্জবল ছায়া
কখনো গভীর রহস্যময় কাজল-
কখনো প্রণয়ে মায়া ছড়া রঙিন; এভাবেই আঁধার আসে একদিন
সবার অজানতেই- পৃথিবী ধ্বংস
রূপ জ্বালাময় ঘন পূর্ণিমা রাত শুধু
স্মৃতিরবাতি আর জোনাকির কায়া; এমনি করে চলে যাওয়া -বড়ই পাথর
ক্ষীয়মাণ চাঁদ- ভাল থাক এ ফুলেল
রঙধনু মেঘ, কাশবন আর শঙ্খচিল-
ডানার পারে ঐ টগরফুলের ঘ্রাণে। পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৭৩ বার দেখা | ৪৪ শব্দ
অতন্দ্র রাত
অতন্দ্র রাত
অতন্দ্র রাত কাঠপুড়ানলে যৌবন যে এখন ওদের-
ওরা তো জানে না- অন্তঃসলিলার কতটুকু মানে ?
কতটুকু অন্তঃজ্বালাময় বেদনা; আর কত এভাবেই বয়বে নোনা সাগর
সময়ে যারা খেলতে পারে -জলতরঙ্গের মতো
তারাই তাপরশ্মি রবফ গলায় ক্ষত- সুরালা গলায় ওদের বিদ্বেষী রূপ যৌবন
কি করে বাঁধবে বাঁধ-মৃত্তিকায় রক্তক্ষরণ জীবন্তলাশ
অন্তময় পড়ুন
কবিতা | ৫ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪১৮ বার দেখা | ৬০ শব্দ ১টি ছবি
স্বপ্ন নিদ্রায়
স্বপ্ন নিদ্রায় হায় হায় কচুপাতায় নাই জল
স্বপ্ন ঘোরে ডুমুর ফুল করে ছল ছল
এ কেমন প্রণয় মেঘের ঘন বর্ষা
ডাক দিয়ে যায়-নীল বৃত্তে শূন্য
কায়া ভরা নিদ্রায়। সেতো দূরের চাঁদ দেখি না আর
বামন হয়ে অমাবস্যায় মরছে রাত-
এ কেমন স্বপ্ন বাসরী পোড়ে যায়
প্রণয় মেঘের জলে ডুব পরা আর্তনাদ; কত জমানো কায়ার পড়ুন
কবিতা | ৮ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৫৭ বার দেখা | ৫১ শব্দ
ক্ষীয়মাণ
ক্ষীয়মাণ
ক্ষীয়মাণ মনিবন্ধ মধ্যমার সর্বংসহা ঊর্মি !
যার জয়ন্তী শুরু হায় উপদা-
স্বৈরাচারী যে পাণি। কতবার করতল দৃষ্টিহীন করেছো
চতুরঙ্গ এদিকে স্বাদিত হই
ওদিকে পররাত যায়; বলো আর কতকাল রব অগ্নিসহ
এটা কারণ হয় তো জানি
ক্ষণজন্মা তাই না? তবে কেনো শুনতে পায় না শুভ
গুঞ্জন কিংবা পড়ুন
কবিতা | ৫ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২৬৪ বার দেখা | ৩৯ শব্দ ১টি ছবি
ফিরে এসো পিতা
ফিরে এসো পিতা
ফিরে এসো পিতা রক্তময় রবি আর শোকাহত চাঁদ শুধু করছে রঞ্জিত
এ বেলা সাড়াবেলা নীলিমায় রঙমেখেছে অহত আগস্ট-
আকাশে বাতাসে রক্তিম আর্তনাদের ঘ্রাণ ছড়ছে
সেতো গঙ্গাস্রোতোবহা ক্রন্দনে ক্রন্দনে ১৫ আগস্ট। তবুও লক্ষ লক্ষ অশ্রুসিক্ত উচ্ছ্বাসে ভেসে উঠে
আবার ফিরে এসো পিতা! পড়ুন
কবিতা | ১০ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪১০ বার দেখা | ৭৪ শব্দ ১টি ছবি