আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা “মেঘফুল”, ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।
রীতিনীতির জীন্দালাশ
কত নিয়ম -কত রীতিনীতি
তার মধ্যে চলছে জীবন স্মৃতি!
কিসের পাপ কিসে বা মোমের খাপ
দিবানিশি জ্বলছে কত যে তাপ;
অথচ হুশ হলো না- হুশ হলো না-
ভাবি মোরা এই তো জীন্দালাশ;
ভাবি না তাও -হইয়া খাঁটি
মাটির দেহে জীন্দালাশের বাসনা বাঁশি-
উড়বে বুঝি নিয়মে দুর্বাঘাস
থাকবে শুধু
কবিতা|
১২ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
২৮১ বার দেখা
| ৫৮ শব্দ ১টি ছবি
হাসি কান্না
বর্ষপঞ্জি হিসাব নয় বাস্তবতাই প্রতি ক্ষণ-
দেখো অঙ্কুর আর ঝরা পাতা !
নিয়ম তবে মন গড়া নয়- তাহলে মানবতা!
ঠিক সুনিয়া পাগলী কিংবা দয়ের ব্রীজ,
এমন কি সবুজ গাছ গাছরা আর লম্বা সারির বাঁধ;
সূর্যহাসিটা বড় কঠিন কড়াদে গাছ কাটা
সময় একটা নিয়তির দাঁড়িপল্লা-
সেখানে বিবর্তনের
কবিতা|
১৪ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৫৩৫ বার দেখা
| ৬০ শব্দ ১টি ছবি
মনে পরে কি ?
তোমার কি মনে আছে?
ঔ যে পাশে একটা আতার গাছ ছিল-
রোজ আতা চুরি করে খেয়েছি
আমি তো খেতেই পারিনি
তবে কলা, তেঁতুল ভর্তা বেশ পছন্দের ছিল
তারপর সেই ভদমদাড়, গোল্লাছুট, বৌছি,
খেলা যেনো ছুঁয়ে যেত সন্ধ্যার হাহাকার;
সেই দাদীর কথা খুব মনে আছে
কত বার দৌড়ানি তারা খেয়েছি-
মাতৃত্ব বলয়
কোন কাল্পনিক শক্তিতে দেখতে চাই না আর
এই বিশ্বের মাতৃত্ব পরশ ভূমি? দেখতে চাই-
সূর্যমুখী ফুলের নির্যাসে- রৌদ্রোজ্জ্বল বাস্তবায়!
যেখানে বিনম্র শ্রদ্ধা থাকবে, স্নেহ মায়া থাকবে,
কিন্তু বিদ্বেষ রূপে কোন ল্যাভাস থাকবে না- না;
সর্বোপরি অমৃত সুরে জয় গান কামনা করি সাম্য
দেখতে চাই
কবিতা|
৮ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৩৯৮ বার দেখা
| ৬৭ শব্দ ১টি ছবি
সহিষ্ণু মাটি
উত্তরে দেখি চাঁদ
আর দক্ষিণে সূর্য
মধ্য ভাগে শুধু
চৈত্রের পুড়া পাপ;
আমার খাঁটি- দেখলো
কে- সবই যে মাটি;
উড়লো না রঙিন মেঘে
রঙিন ঘুড়ির বেগ
দুর্বাঘাসে ছুঁয়ে গেলো
কালবৈশাখি মেঘ;
চিনলে না -না
আকাশের মতো অসীম-
সাগরের মত গভীর-
তবুও রয়ে গেলাম শুধু
মাটির মতই সহিষ্ণু মাটি।
২১ ফাল্গুন
কবিতা|
৮ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৩৭৫ বার দেখা
| ৪২ শব্দ ১টি ছবি