ও শখের মন- মন
মন চিনলি না-
মন তো পাগলা ঘোড়া
মাটির সাথে দেহ জুড়া
ও শখের মন- মন
মন চিনলি না। হাতের কাঠবান্ধা শখের
সুখ হলো- শুন্য হাওয়াই
মন শঙ্খ উড়লো;
তবুও তুই মন চিনলি না
চলছে ভবের অত ঘোড়া
মিলে না ব্যস্ত জুড়া; পথের বাঁকে ধূলির মেলা
তাও মাটি সখে অন্তর্মালা
সুখে

