আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা “মেঘফুল”, ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।
আমরা কোথায় হারিয়ে যাচ্ছি
নিজেরাই ভাল করে জানি না-
খাড়াই- পাকিস্তান, আফগান, তালেবান
এমনকি ইন্ডিয়া কলকাতা, আমেরিকা
অথচ লক্ষ কোটি রক্ত গড়া-
দেশ মা ভাবিই না!
শুধু শুধু ভাইয়ে- ভাইয়ে বিদ্বেষ
মারামারি, ফাটাফাটি, দলাদলি-
এই নিয়েই চলছি- কোথায় আছি?
তাও সঠিক জানার চেষ্টাও করি না;
এই তো
কবিতা|
৪ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৪১৫ বার দেখা
| ৭৪ শব্দ ১টি ছবি
হায় রে আমরা কি উল্টো পান্ডে
ও দেখিকে স্বাধীনতার উল্লাস
আর আমার বুকে বুলেটের রক্ত নদ!
কি বিবেক শূন্যময় আকাশ;
কোনদিন জাগ্রত হবে না?
একটি প্রশ্ন, ভাবনার অন্তরায়
বয়ে যায় হাজার নদ নদী খালবিল।
ধিকার জানাই ঐ হায়নাদের;
উত্তরসূরিদের কথায় ভাবলে
কবিতার লোম
কবিতা|
৬ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৩৮৩ বার দেখা
| ৬০ শব্দ ১টি ছবি
অভিন্ন ভালবাসা গুলো নেকড়ের মতো
চলমান- কখনো হিংস্র- কখনো নীরবতা
আকাশময় যেনো ঝাঁঝাল পূর্ণিমার চাঁদ!
তবুও ভালবাসার সময় এখন অগুণতিক
অথচ কাঠ পোড়া মন বুঝলই না;
বনও নেকড়ের মতো আচারণ করল
শোকাহত সময়ের উঠানেও ঘৃণা
এ এক অন্যজীবন তিক্ত ময় বীণা!
ফলে এক রক্ত নদ, রক্ত বালুচর সৃষ্টি
কবিতা|
২ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
২০৪ বার দেখা
| ৫১ শব্দ ১টি ছবি
ঘাত প্রতিঘাত এর মাঝে
বন্ধুত্বের সৃষ্টি সাগর বয়!
রক্তের সম্পর্ক না থাকলেও
আত্মার আত্মীয় ঘর বাঁধন ঘর হয়;
মহতের গুণের নাম কি বন্ধু-
ত্যাগের মহিমান্বিত এনে দেয়
বন্ধু থেকে বন্ধুত্ব-
চাঁদের আলো যতদূর দু’চোখ যায়
তার চেয়েও বন্ধুত্বের আলোই সীমাহীন সু-গাঢ়!
বুঝা পুরা সময় তৈরি হয়
কবিতা|
৪ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৪৭৮ বার দেখা
| ৫৬ শব্দ ১টি ছবি
কখন শ্রাবণ এসেছে, মনেই হয়নি।
তখন পা ভিজলো, হাত ভিজলো
বুকের মাঝে হুস হাস শব্দ
কি জানি আওয়াজ করলো!
কান ভারি হয়ে যাচ্ছে-
মন কেনো জানি পাগল হচ্ছে।
ঠিক মনে হলো শ্রাবণ এসেছে;
স্মৃতিগুলো রাঙিয়ে গেলো
এক একটা করে-মেঘ নেই
তবুও দুচোখ বেয়ে বৃষ্টি-
একেই
কবিতা|
৪ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৩৩৮ বার দেখা
| ৬৫ শব্দ ১টি ছবি
কেউ মেঘ হতে চায় বৃষ্টি
কেউ আকাশ নীলে তারা
দক্ষিণা হিমেল হাওয়া বাতাস
হৈমবতী এমন কি বনলতাসেন
অথচ আমার কোন সংজ্ঞা নেই
যেটুকু গন্ধ আছে মাটিময় মাটি
কেউ প্রজাপতি ডানায় উড়তে চায়
ময়ূরী পেখম তুলা বাহারি রঙ
টুনটুনি বাসার মত লেবুগাছে বাসা
অথচ আমার গুণতে
কবিতা|
৪ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
১০৪ বার দেখা
| ৫৩ শব্দ ১টি ছবি