দিন যেতে যেতে বহু দিন চলে গেছে
কখন অলখে বিকাল নেমে এসেছে!
শীতের নরম রোদের আলোয় দৃষ্টি ফেলে রাখি
একটা মানুষ – আজীবন একাকী!
অফিস ফেরত লোকের মিছিলে পথে
মধ্যবয়সী লোক একজন
পথ পার হতে হতে
ভাবছেন এলোমেলো।
পাশ থেকে তার খাঁচায় দোলানো পাখি নিয়ে
এক পাখিওয়ালা চলে