বিরতি-এর ব্লগ
প্রেম সনদ
গত শরতে রাজার পা ধরে বলেছিলাম
গোকুলে আর রাণী নেই এবং রাজা – সুমহান
“আপনি অনুমতি করুন
তবে কাঁচুলি হোক বৃক্ষের – শৃঙ্গার হোক অনায়াস” – ।
কিছু করার নেই জমানায় আমার –
যে বাঁদী হয়ে গেছে এবং জারুল বৃক্ষ হয়ে
শাখা পড়ুন
কবিতা | ১০ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২৮৬ বার দেখা | ১০৫ শব্দ