ভীষ্মদেব সূত্রধর-এর ব্লগ

আমি জন্মেছিলাম তীব্র কনকনে শীত মধ্য রাত্রিরে, যখন কাক পাখিরা গভীর ঘুমে নিদ্রিত, আমার সুতীব্র চিৎকার পৃথিবীকে জানান দিয়েছিল ভূমিষ্ট একটি আকাট শিশু যার জীবন একটি ভবিষ্যতের পালে আগুন লাগাবে। হতেও পারে সে দ্রোহ, অপ্রেম, অপ্রাপ্তি ও প্রতিবাদী প্রেমে।

কবিতা
অনিশ্চিত নির্বাকের উত্তরীয় পরেই যজ্ঞিডুমুরের তলায় ঘুমিয়ে থাকি একরাশ বাক্যস্থিত স্বপ্নে
যখন ঘুম ভাঙে তখন পূবের চাঁদ পশ্চিম দিগন্তে ছুঁয়ে আসে
কখনো মধ্যরাতে বিষ্ময় জাগে, ঘুম ও স্বপ্ন মারামারি করে
কখনো তিলক স্পর্শ করে করোটির ব্যথা
আগের শীতের মতো রুক্ষদলীয়!
একযোগে একরকম চলতে চলতে ওরা ক্লান্ত শরীরে
ওরাও পড়ুন
অন্যান্য, কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১১৮ বার দেখা | ৬৯ শব্দ
কবিতা গুচ্ছ
তৃষ্ণা এক রাত্রিরের চাপা আবেগ; আর্তনাদ-আত্মদণ্ড গভীর রাত্রিরে ঠোঁট চেপে তৃষ্ণার্ত অন্তর্দাহকে আরো চুল্লিতে ডুবিয়ে রাখি,
যতক্ষণ না ভেতরটা কেটলিতে টগবগ করে ফুটতে থাকে রক্ত!
সকালে একটি কাক, শিশির মেখে উড়ে এসেছিল নালায় মুখ গুজে জল টানতে,
হাড়ের মালা বসন পালক ঝলসে উঠেছে পঙ্কে এঁটো ত্রাণ,
গিলে খানিক ছুড়ে পড়ুন
কবিতা | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৮২ বার দেখা | ৪৬২ শব্দ