‘শব্দনীড়’-এ আপনাকে স্বাগতম। ‘শব্দনীড়’-এ নিবন্ধন করার সময় এর ‘নীতিমালা’ পড়ে নিন। ‘শব্দনীড় ’-এ কেউ নিবন্ধন করলে ধরে নেওয়া হবে তিনি ‘নীতিমালা’ পড়েছেন এবং তাতে সম্মতি জ্ঞাপন করেছেন (নিবন্ধনের সময় আপনি Tos মেনে নিয়েছেন)। প্রকাশিত লেখার বক্তব্য, মত ও স্বত্ব লেখকের নিজস্ব। এখানে প্রকাশিত লেখার আইনগত বা অন্য কোনো দায়দায়িত্ব শব্দনীড় কর্তৃপক্ষ বহন করে না। ’শব্দনীড়’-এর উদ্দেশ্য মত প্রকাশের পরিসর বাড়ানো, সৃষ্টিশীলতাকে উৎসাহ দেওয়া, লেখক-পাঠক যোগাযোগের মাত্রা প্রসারিত করা। আমরা আশা করি, ‘নীতিমালা’ মেনে ইতিবাচকভাবে এসব সুযোগ ব্যবহার করবেন।
নীতিমালাঃ
*বাংলাদেশে প্রচলিত আইন লঙ্ঘন করে কোনো লেখা প্রকাশ করা যাবে না।
*কোনো লেখার মাধ্যমে আন্তর্জাতিকভাবে প্রচলিত আইন লঙ্ঘন করা যাবে না।
*আপনাকে অবশ্যই বাংলাতে পোষ্ট ও মন্তব্য করতে হবে এবং অবশ্যই ইউনিকোড ব্যাবহার করে লিখতে হবে।
*সঠিক বিভাগে আপনার লেখা পোষ্ট করার চেষ্টা করুন।
*কর্তৃপক্ষ আপনার লেখা প্রয়োজনবোধে সম্পাদনা, স্থানান্তর এবং মুছে দেবার অধিকার সংরক্ষণ করে।
*কপিরাইটের ব্যাপারে সচেতন থাকুন। কপিরাইট আছে এমন কিছু পোস্ট করতে চাইলে এ সম্পর্কিত নিয়ম মেনে চলুন। কোন সদস্য কপিরাইট আইন ভঙ্গ করলে তার জন্য কর্তৃপক্ষ কোন দায়- দায়িত্ব গ্রহণ করবে না।
*কাউকে ব্যাক্তিগত আঘাত করা থেকে বিরত থাকুন।
*ধর্মগ্রন্থের বাণী ত্রুটিপূর্ণভাবে উদ্ধৃত করা যাবে না। এমনভাবে ধর্মগ্রন্থের বাণী উদ্ধৃত করা যাবে না, যাতে ধর্ম বা বাণীর অসম্মান হয়। প্রচলিত ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ অনুসারে শ্রদ্ধেয় কোনো ব্যক্তিকে হেয় করে কোনো মন্তব্য করা যাবে না।
*বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে অবমাননা ও কটাক্ষমূলক কোনো লেখা প্রকাশ করা যাবে না।
*কোন ধরনের উস্কানিমূলক আপত্তিকর মন্তব্য বা লেখা পোস্ট থেকে বিরত থাকুন।
*নারীর অবমাননা, আক্রমণ ও নিপীড়নমূলক কোনো লেখা প্রকাশ করা যাবে না।
*কোন লেখা আগে কোথাও প্রকাশ করা হলে তা উল্লেখ করুন।
*যে কোন ব্যাপার নিয়ে অভিযোগ বা আপত্তি থাকলে তা কর্তৃপক্ষকে জানান।
*কোনো ভাবেই ইউজার নাম পরিবর্তন করা যাবে না।
*একাধিক ইউজার নেম ব্যবহার করে কোন প্রকার অস্থিতিশীল পরিস্থিতি পরিবেশ সৃষ্টি করলে তার বিরুদ্ধে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহন করবে।
*কর্তৃপক্ষ কোন সদস্যের লেখা লেখকের অনুমতিক্রমে যে কোন গণমাধ্যমে প্রকাশের অধিকার রাখে।
*কোন কারণে ডাটাবেস থেকে অনিচ্ছাকৃত ভাবে লেখা বা অন্য কোন তথ্য মুছে গেলে সেজন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তাই সকল সদস্যকে তাদের লেখা বা পোস্ট নিজ দায়িত্বে সংরক্ষণ করতে হবে।
*কোনো ব্লগারের অবৈধ বা বেআইনি কর্মকাণ্ডের জন্য যদি “শব্দনীড়” মামলার সম্মুখীন হয় তবে মামলার সম্পূর্ণ খরচ উক্ত ব্লগারকে বহন করতে হবে।
*Please Read Our Privacy Policy from Here
*উপরোক্ত নীতিমালার যে কোনোটি ভঙ্গ করলে তার সদস্যপদ বাতিল করা হবে।
*প্রয়োজনে নীতিমালা যে কোনো সময় পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন যোগ্য।