তবুও জীবন
তবুও জীবন– চলবে তা আজীবন
তবুও জীবন–ইতিআন্তে শুধু মরণ,!
তবুও জীবন–মরণে করে সন্ধি
তবুও জীবন–বয়স ফ্রেমে বন্ধি,!
তবুও জীবন–অচল টুকরো মন
তবুও জীবন–প্রেমচিত্তে মলিন,!
তবুও জীবন–বিরহে রাগ অনুরাগ
তবুও জীবন–কষ্ট ভুলা অনুযোগ,!
তবুও জীবন–বাস্তব বলে বাস্তবতা
তবুও জীবন–ছোট্ট ভুলেই ব্যর্থতা,!
তবুও জীবন–জন্ম থেকে জন্মাত্তর
তবুও জীবন–ভালো মন্দ নিরন্তর,!
তবুও জীবন–প্রেমশ্লোকে বিরহগাঁথা
তবুও জীবন–সত্য মিথ্যে একআত্না,!
তবুও জীবন–চলবে তা আজীবন
তবুও জীবন–ইতিআন্তে শুধু মরণ,!
০২/০৯/১৮
শিরোনাম এবং বিস্তার চমৎকার।
অশেষ ধন্যবাদ জানবেন শ্রদ্ধেয়, ♥
জীবন নিয়ে অসাধারণ কথামালা।
আন্তরিক ধন্যবাদ জানবেন শ্রদ্ধেয় ♥
কবিতায় জীবনের নানান সংজ্ঞা!
মুগ্ধ!
আন্তরিক শুভেচ্ছা জানবেন প্রিয়,কবি,♥
সুন্দর।
আন্তরিক ধন্যবাদ জানবেন শ্রদ্ধেয় ♥
ভাল লেখা।
কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয় ♥
তবুও জীবন–প্রেমশ্লোকে বিরহগাঁথা
তবুও জীবন–সত্য মিথ্যে একআত্না,!
* বেশ চমৎকার…
প্রেরণা পেলাম অনেক,,
অশেষ ধন্যবাদ জানবেন শ্রদ্ধেয় ♥
তবুও জীবন–বাস্তব বলে বাস্তবতা
তবুও জীবন–ছোট্ট ভুলেই ব্যর্থতা,!——–দারুণ প্রকাশ
কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানবেন প্রিয়,,♥