নদী
——
বারংবার আমার বুক চিরে তুমি বয়ে গেছ নদী
আমি ভাটিতে দাঁড়িয়ে শুনেছি আমার ডাকনাম।
তুমি ভ্রুক্ষেপ করনি!
কবরের খবরে যারা পত্রিকা পড়ে
তারা কখনো আকাশ ছুতে পারেনা।
পারেনা করতে চোখের তারাতে সবুজের চাষাবাদ।
পিপড়ার দল সারি বেধে কেন চল না?
ট্রাফিকের নিয়ম ভাঙতে নয় মানতে জান।
তোমরা কি জানতে চাওনা জীবনের