এমন অচেনা এক চাঁদনী রাতে। মৃত নক্ষত্রের চারিধারে
উড়তে থাকা ধূলিকণা গুলো তখন,
স্বার্থপরের মত পথ বদল করে-
খুঁজে নিবে নতুন কোন নক্ষত্রকে। আজ শুক্লপক্ষের এই দ্বাদশ রাতে
জেগে থাকে কত যে চোখ,
নক্ষত্রের রাজত্ব হারানোর
ব্যাথা নিয়ে বুকে। এমন রাতেই আবার
ছিঁড়ে যাবে কত সুতো,
ছুটে যাবে

