বৈশাখী সাজে সেজেছে এক বালিকা শিশু।
কয়েক দিন পর পহেলা বৈশাখ।
নতুন বছরে বাঙালি সাজবে নতুন সাজে।
রাবার দিয়ে কাল কালি মুছে। তারই সাথে
রং তুলি দিয়ে নতুন রং লাগাবে মনে।
সবাই নববর্ষের শুভেচ্ছা!!!!
সাকসেস পয়েন্ট, গোয়ালাবাজার।
সিলেটের, ওসমানীনগর উপজেলার, গোয়ালা বাজারে অবস্থিত” প্রাইভেট কোচিং সেন্টার” সাকসেস পয়েন্ট এর আয়োজন করেছে শিক্ষা সফরের। প্রথম বারের মতো এবারও শিক্ষা সফরের আয়োজন। বিভিন্ন পূর্ব প্রস্তুতির মাধ্যমে ১৩ই মার্চ ২০১৯ রোজ বুধবার শিক্ষা সফরের আয়োজন করা হয়।
কোথায়
শেখ মুজিব
কবিতার নামঃ বিজয়ের মন্ত্র!
কবিঃ নির্মল দাস মন্টু
তোমার জন্য জীবন দিয়েছে, লক্ষ বীর বাঙ্গালি।
কে তুমি?
এত রক্তচূষী ভয়ংকরী।
আমি আর কেউ নই,
আমি পাকিস্তানি।
কি চাও তুমি? আমি চাই,
বাংলার শাসন, শোষণ, অধিকারহীন বাঙ্গালি।
আমি বাঙ্গালি বলছি,
যুদ্ধ
কবিতা|
৯ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৩৮৬ বার দেখা
| ১২৮ শব্দ ১টি ছবি
“পলান সরকার”
মানুষের কৃতিত্ব থাকে বেচে ইতিহাসে।
মিথ্যা নয় সত্য, কাজের মূল্য বেঁচে থাকে চিরতরে।
বিখ্যাত ব্যক্তিদের থাকে ছন্দ নাম,
তাঁরই মধ্যে একজন “পলান সরকার”।
আলোর জগতে সমাজকে আলোকিত করতে তাঁরই পথ চলা।
হয়েছেন বইয়ের ফেরিওয়ালা।
কখনো গ্রামে,কখনো বিদ্যালয়ে,
সংগ্রামে দিশাহারা এক নারীর গল্প?
সংগ্রাম এই শব্দটি শুনলে মনের মধ্য যেন আঘাত আনে। বাঙালীরা কি দোষ করেছিল যে জীবন দিতে হয়েছিল। শুধু ন্যায্য অধিকার পাওয়ার জন্য বাঙ্গালীদের প্রাণ নিয়েছিল পাকিস্তানিরা। বাঙ্গালীরা দীর্ঘ নয় মাস যুদ্ধ করেছিল এই অধিকার জন্য।
অমর একুশে জাতীয় গ্রন্থমেলা ২০১৯ উপলক্ষে, কে এম সফল আলী সম্পাদিত ‘স্বাধীন বাংলা কাব্য সমাহার’ গ্রন্থ প্রকাশিত হয়েছে। অমর একুশে জাতীয় গ্রন্থমেলায়। দেশবরেণ্য নবীন-প্রবীণ প্রতিভাবান কবিদের আধুনিকতার ছোঁয়া পূর্ণাঙ্গ রুপ তুলে ধরতে এই আয়োজন করা হয়েছে। “স্বাধীন বাংলা কাব্য সমাহার”
দেশবরেণ্য
কবিতা|
৬ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৯৫১ বার দেখা
| ৪৯৭ শব্দ ১টি ছবি
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত বিচনাকান্দি পর্যটন এলাকা। সিলেট শহর থেকে বেশখানিক দূরে এই স্পট। প্রাকৃতিক সৌন্দর্য্য আর জলপাহাড়ের খেলাভূমি বিচনাকান্দি। বিচনাকান্দির এখানে-ওখান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাথর আর পাথর। মনে হবে যেন একটি পাথরের রাজ্যতে আছি। বিশ্রামহীন ভাবে এই রুপময় সৌন্দর্যের
প্রাণের ভাষা
আমি জানি না, বর্ণমালা।
তবুও জানি বাংলা ভাষা।
আমি শিখেছি, বাংলা ভাষা,
মধুমাখা মায়ের কণ্ঠ থেকে।
এটা আমার মায়ের ভাষা,
এটা আমার প্রাণের ভাষা।
বাংলা ভাষা, বাঙ্গালি জাতির ভাষা।
আমি জানি, বায়ান্নের ভাষা আন্দোলনে কথা।
ভাষার জন্য জীবন দিয়েছে,লক্ষ বীর বাঙালি।
আধুনিক কৃষি
কৃষিতে লেগেছে আধুনিকতার ছোয়া।
লাঙলের চাষ পদ্ধতি নেই যে আর,
ট্রাক্টর দিয়ে চাষ পদ্ধতি সমাধান।
হাইব্রিড ধান বীজে ,
একটি চারাগাছে একাধিক ফসল।
কৃষকের হাতে রোপণ পদ্ধতি নেই যে আর,
আছে রোপণ যন্ত্রের ব্যবহার।
আগাছা দমনে নেই যে পরিশ্রম,
মেডিসিন করবে তার দমন।
পোকামাকড় দমন