নিঃসঙ্গ পতঙ্গের জীবন, তবুও
সম্পর্কের গহিনে ছায়া ফেলে সাজাতে চেয়েছিলাম
মায়াময় এক সংসার। পতঙ্গের জীবন তো!
সিংহাসন ত্যাগ করতে বড় ভয় হয়
সূত্রের ভেতর বড় হতে হতে হারামি হয়ে যাই
ওয়াকিটকি হাতে নিয়ে কু’মেরুর পথে হাটি। অংকের ভুলগুলো ভাগাভাগি করে দেয়ার পর
অ্যাবাকাসের কাছে জটিল জিজ্ঞাসা

