ভোরে নয়তো বিকালে
সৃষ্টি বা বিনাশে
নিরাশার আশাতে
চোখ ছুঁয়ে যায় তোমাকে। গল্প কিংবা ধাঁধাতে
আলো নয়তো আঁধারে
দৌড়ে বা সাঁতারে
নিরবতার উল্লাসে
মন ছুঁয়ে যায় তোমাকে। নিরাকার কিংবা আকারে
কাণ্ড নয়তো শাখাতে
কোড়া বা আঁকাতে
গাঢ় নীলের সাদাতে
অনুভূতি ছুঁয়ে যায় তোমাকে। তোর জন্য পুড়ি
তোর জন্য উড়ি
তোর জন্য বাতাস ভাসা
সূঁতো ছেড়া

