কেউ চোখ ফিরিয়ে নেয় না, সবাই চেয়ে চেয়ে দেখে
কিভাবে দূর্বাঘাসে, ভেষজের স্থান দখল করে নগর তিতো হয়;
গড়ে ওঠে বৃদ্ধাশ্রম, মাদকাশক্তি নিরাময়কেন্দ্র, দানাদার
কোচিং সেন্টার, সর্বরোগ আরোগ্যদানকারী ক্লিনিক,
শেফা সেন্টার, অষ্টধাতুর বিকিকিনি———!! সবাই মুখ ফিরিয়ে নাও একফোঁটা প্রেম, আমূল বদলে
দাও ভুলচুক

