যদিও আজকাল আর কেউ রাখে না খবর
তবুও আমি চাই কিছু কিছু শব্দাবলী সবার হোক
সবার কাঁধে কাঁধে একাধিক উত্তরীয় থাকুক! এই যেমন জন্ম, মৃত্যু, ভালোবাসা
এই যেমন স্বপ্ন দেখার একমাত্র আশা এরা! দেখছ না ক্রমাগত নেমে আসছে লোনাজল
দু’চোখের সুড়ঙ্গ অথৈ অথৈ; তবুও
পিশাচের মতোন হৈ হুল্লোড়

