কবিতা প্রেমি। কবিতা পড়তে এবং লিখতে ভালোলাগে। জন্ম:৩০জুন ১৯৮২, নাটোর জেলায় অন্তর্গত বড়াইগ্রাম উপজেলার খিদিরপুর গ্রামে।
পড়াশোনা: এস এস সি-নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়,
এইচ এস সি & স্নাতক – বড়াই গ্রাম ডিগ্রী কলেজ,
নাটোর।
স্নাতকোত্তর-এডওয়ার্ড গভঃ কলেজ, পাবনা।
প্রকাশিত কাব্যগ্রন্থ পোড়া গোধূলি।
প্রিয়া তোমার এক বিন্দু অবহেলা
জীবন করে দেয় দিক-দিশেহারা।
তুমি তো বয়ে চলা নদীর মতো
ছুটে চলেছো আপন খেয়ালে
কারও খাঁচায় বন্দি পাখির মতো
থাকতে চাওনি প্রেমের দেয়ালে।
বুকের ভূমিতে করি পুষ্প রোপণ
জল ঢেলে করেছি কতটা যতন
তুমি মাড়িয়ে গেলে পাষাণ চরণ
বুঝলে না আমার মলিন বদন।
যাবে যদি
তোমাকে ভালোবাসি বলে
ফিরিয়ে দিয়েছিলাম তারে
জানিনা আজ কোন ভুলে
তুমি ফিরিয়ে দিলে মোরে।
এখন আমি মুক্ত বিহগ শূন্য গগনে
উড়তে পারি দিকবিদিক দিগন্তে।
ঘরছাড়া পাখির মতো নেই পিছু টান
আজ হলো ভালোবাসার অবসান।
জোর করে যায় না পাওয়া ভালোবাসার মন
জোর করে যায় না হওয়া কারও আপন জন
তোমার মনের ঘরে হয়নি ঠাই
কষ্ট গুলো একা সয়ে যাই
ক্ষমো মোর অপরাধ
মিটবে না জানি সাধ
চলে গেলাম বহু দূরে
ডাকবো না আর সুরে সুরে!
সুখে থেকো
ভুলের বনে ফুল ফুটাতে চেয়েছিলাম
ভুলের আঁধারে আমি হারিয়ে গেলাম।।
ভুল করে ছিলাম আমি তোমায় ভালোবেসে
এখন আমার দিন রজনী কাটে কেঁদে কেঁদে।।
সুখের আশা করে আমি
দুঃখ শুধু পেলাম
ভুলের আঁধারে আমি হারিয়ে গেলাম।
ভুলের বনে ফুল ফুটাতে চেয়েছিলাম
ভুলের আঁধারে আমি হারিয়ে গেলাম।।
ভুল করে বালুচরে বেঁধে ছিলাম বাসা
অচেনা মরুর
একদিকে চেতনাবাজদের মিথ্যের ভেলা
অন্য দিকে ধর্মের নামে আবেগ নিয়ে খেলা
মানচিত্রের দখল নিতে করে কাড়াকাড়ি
তরুণ ছেলেটা রক্তাক্ত লাশ হয়ে ফিরে বাড়ি।
লোনা জলের ঝর্ণা মিশে সাগরতলি
এতো জল চারিদিকে পিপাসার্ত নুড়ি
পুঁজিবাদের পাহারায় অস্ত্র হাতে পুলি
শ্রমিকের অধিকারের বুকে চলে গুলি।
ভাত চাই কাপড় চাই রাজপথে
একটা মিছিল হবে রাজপথে আবার
দাবি নিয়ে মানুষের অধিকার
ভাতের অধিকার ;কথা বলার অধিকার
নিরাপদে চলার,বেঁচে থাকার অধিকার।
একটা মিছিল হবে রাজপথে আবার
যে মিছিলের অগ্রভাগে থাকবে
সালাম বরকত রফিক জব্বার
একটা মিছিল হবে রাজপথে আবার।
এ মিছিল নয় কোন ব্যক্তিস্বার্থের পয়গাম
এ মিছিল মানুষের অধিকারের সংগ্রাম।
(বাংলা সনেট)
যে ডালে ঘুঘুর বাসা সে ডালেই সাপ
যে নিগমে লীলা নৃত্য সে পথেই পাপ
যতনে গাঁথা কুসুম হার হলো বাসি
যারে পরিলে গলে এতটা ভালোবাসি।
কত জন হলো সাথী জীবনের পথে
বিদায় বেলায় কেউ রইল না সাথে!
জমালে কতধন করে পুকুর চুরি
কাফনের