সত্ত্বার নাগরিকত্ব চাইতে গিয়ে দেখি পথভ্রষ্টতা চেপে বসেছে। প্রার্থনার মতো একা তবু কেন মাথা তোলে দেয়াল? কারা দেয়াল বানায় পৃথিবীর বুকে,কারাই বা ভাঙে এই বাঁধা? দেয়াল তো আসলে মানুষেরই গল্প। লোহা, ইট আর পাথর দিয়ে লেখা। দেয়ালের ইতিহাসে সেঁটে থাকে আবেগ,রাজনীতি আর বাঁধা। আঠা ফুরিয়ে পোস্টারের মতো দেয়ালে ঝুলে থাকে ভয়, প্রতিরোধ, আত্মরক্ষা,অহমিকা অথবা অবিশ্বাসের গল্প।
এখানে গদ্যের শরীরে কবিতার মন, জীবন এখানে স্মৃতি, মনে পড়াটাই ভ্রমণ। সমস্ত দেখাই যেন এক গভির অন্তদৃষ্টি। ধ্যানের মধ্যে পাওয়া এক একটি কবিতা যখন হয়ে ওঠে নিরস্ত্র জনগোষ্ঠীর অস্ত্র। তখন কবিতা হয়ে ওঠে উদ্ভাস।
দুই শীতের মাঝখানে একটি পুরস্কার
আমার দিকে অভ্যন্তরীণ ব্যাধি নিয়ে তাকিয়ে আছে
আমি কালিগঙ্গা নদীতে ভেসে আসা
মুর্মূষু শিশুটির মতো অসহায় হয়ে চেয়ে রইলাম।
বহু মানুষ সেদিন
সংক্ষিপ্ত আশ্বিনের আয়ু জানিয়ে
আমাকে বলেছিলো – উঠে এসো, ভিড়ে, চিৎকারে
এই যে এদিকে শব্দের যুদ্ধ ভেলায়।
আমি দুই শীতের মাঝখানে
কাশফুলের
কবিতা|
৬ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
১৩৯৫ বার দেখা
| ৫২ শব্দ ১টি ছবি
কে ভেবেছিলো আকাশটা ঘুরে দাঁড়াবে না
মুষলধারের বৃষ্টিকে ভেদ করে
ঘনকালো মেঘকে উপেক্ষা করে
বিদ্যুতের ধারাপাত কিম্বা মুহুর্মুহু দৈত্যকার গর্জনে!
কে ভেবেছিলো আকাশটা ঘুরে দাঁড়াবে না।
কে ভেবেছিলো এই ধূসর মাটি ঘুরে দাঁড়াবে না?
রিখটার স্কেলে উপচে পড়া সাগরের জল
মাটিকে গিলতে চেয়েছিলো যেদিন
থরথর করে কাঁপাছিলো সমস্ত সভ্যতা
মানুষের সাধ্যমত বাড়ী ঘর
এই ফেসবুক একদিন ডিজিটাল গোরস্থান হবে
প্রতিদিন মৃত আত্মাগুলো ঘুরবে
প্রজন্মের ওয়ালে দেশ থেকে দেশান্তর ।
কতো রকম পোস্ট আসে এখানে
হাসি কান্নার একান্ত বিলাপ
আবার রাত পোহালেই রাষ্ট্রহীন কতো মানুষ
গণবহিষ্কারের অপেক্ষায় পার করছে সময়!
সময়টাও আজকাল বড় বেয়াড়া
বিশ্বাসকে হত্যা করে ইতিহাসে যারা কুখ্যাত
তারাই ফিরে
কবিতা|
১২ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৪২৯ বার দেখা
| ৮৮ শব্দ ১টি ছবি
সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দাও
যদি ভালোবাসো
তবে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দাও!
তোমায় দেখাবো কতটা ফুলেছে পাস্তুরিত দুধের বেলুন।
কি ভাবছো! শুধু সাবস্ক্রাইব করবে ,বেল চাপবেনা!
একবার চেপেই দ্যাখো
তোমায় আপডেট দেব বুজুর্গদের বৈঠকখানায়
মৃত মুরগির জন্য কিভাবে বসে আছে একটি কুকুর !
মানব জনমের কী খবর
সেই কবে একটি
চিবুকের কাছে ভীষণ অচেনা
এবং একা ঝুলে আছে এক বিস্ফোরক ছবি
যেন আমার সামনে উতপ্ত সেলফির
পদাঙ্ক অনুসরণ করছে এক ফলবতী নারী।
খোলস ছাড়ার অপেক্ষায়
পবিত্র হেফাজত কারীদের হ্যাশট্যাগে জেদ্দাডিসকো
নারীদের কদর্য ভাঁজের পেয়ালায়
ব্যালিড্যান্সের হিপহপ শিহরণে
পাগল করে দেয়া পুরুষের লালায়িত চোখ
বার ফুলে
কবিতা|
৯ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৬১৬ বার দেখা
| ৮১ শব্দ ১টি ছবি
লোকটি পর্নগ্রাফি দেখতে দেখতে
দেখতে
দেখতে
ধার্মিক হয়ে গেল।
লোকটি এখন এক অদ্ভুত রকমের
বিবেকের দংশনে ভুগছেন
ভুগতে
ভুগতে
ভুগতে
ভুগতে
প্রচণ্ড ধার্মিক হয়ে যান ৷
লোকটি কাঠগোলাপের মায়ায়
পড়তে
পড়তে
পড়তে
পড়তে
পবিত্রতার উৎস খুঁজে পেল মৃত্যুহীন প্রাণের প্রতীক।
লোকটি এখন
সুদীর্ঘ সময়ের বিবর্তিত রূপে
খেলছে বংশবৃদ্ধির গুটিকলম।
সারাদিন উত্তর দক্ষিণ করে পশ্চিমের কথা
ভুলে গেছে মানুষ !
অথচ আগুনমুখী বৈশাখ দেখে
সমষ্টিগত অস্থির আমার মন ৷
আজকাল ঝড় ওড়াচ্ছে চারদিক
সকালের সোনারোদ তরতর করে
বেড়ে ওঠে যখন বুক বরাবর
আমি চাইতেই আকাশের মুখ অন্ধকার হয়ে যায়।
চলতি পথে একজন বললেন
এবার কালবৈশাখী একটু আগেই শুরু হয়ে
অনেকক্ষণ বাসের জন্য দাঁড়িয়ে থেকে
শেষমেষ রণেভঙ্গ দিয়ে আকাশভাঙা বৃষ্টির মধ্যে হাঁটছি ৷
চারপাশে তখন বৃষ্টির ছলাৎ ছলাৎ উৎসব
শব্দেরা কথা বলছে,শব্দেরা হাসছে ,স্বপ্ন দেখাচ্ছে
আবার কিছু শব্দ দুমড়ে মুচড়ে
কেবল কাঁদছে দিশেহারা
এই যে এই শব্দটির কেউ নেই
একা চির একা খুঁজে ফেরে শাব্দিক মায়া
কবিতা|
১৫ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৪৯৪ বার দেখা
| ১০৮ শব্দ ১টি ছবি
মৃত্যুর মিছিল নিয়ে গুম গুম শব্দে
আমাদের সামনে হাজির হলো ভয়ংকরের জাগরণ !
এরই মাঝে জন্মেছি বাংলাদেশ
হয়তো আগুনে পুড়বো
নয়তো মরবো রোড এক্সিডেন্টে ।
লোহাগাড়া থেকে বনানী অব্যাহত মৃত্যুর খবর
মানুষের বাঁচার আকুতি আর অসহায় করুণ চাহুনি
বাঁচাও, বাঁচাও বলে চিৎকার
হৃদয়কে ভেদ করে যায় বন্ধু
আমি এরি মাঝে জন্মেছি বাংলাদেশ
হয়তো
বাংলা ভাষা ও সাহিত্যের আকাশে এক উজ্জল নক্ষত্রের নাম সৈয়দ আলী আহসান। জাতীয় অধ্যাপকে ভূষিত সৈয়দ আলী আহসান একাধারে কবি, শিক্ষাবিদ, সাহিত্য ও শিল্প সমালোচক, বুদ্ধিজীবী, প্রাবন্ধিক, গবেষক, সম্পাদক ও অনুবাদক ছিলেন। বহুমুখী প্রতিভার অধিকারী এই গুণীজন