কোনও উত্তর পাবে না জেনেও নিজেদের কাছেই নিজে
প্রশ্ন রাখছে নদী।
কেমন আছে নদ—
কেমন আছে ঢেউয়ের ননদ—
তারা কি এখনও অট্টহাসিতে ফেটে পড়ে আষাঢ়ের রাতে ! জোনাকীরা নিজেদের জন্যই জমিয়ে রাখছে
ছলসম্পর্কের মেঘ।
কোনো দিনও ঝরবে না জেনেও এই
গ্রামের কিশোরীরা বুকে সঞ্চয় করছে
সামুদ্রিক শিল্পপাথর।

