আরো থাকে মুদির
ধারে বিক্রির হিসাব রাখে
লাভ-লোকসান গদির । চলা ফেরায় কটু কথায়
তোমার মনের বাঁকে ।
মনের খাতায় আমার নামে
বকেয়া যদি থাকে । হালখাতাতে এলাম আমি
আমার সালাম নিও
জীবন হাটের বিকিকিনি’র
ছাড় বাট্টা দিও । মনের খাতার পাতা জুড়ে
ছিল যত ঋণ
ফতুর আমি হে মহাজন
ক্ষমা করে দিন ।

