বিষণ্ণতা একটি রোগের নাম
সে এলেই যুদ্ধ চলে মন বনাম;
বিষণ্ণতা তাড়াতে না পারা মনের দুর্বলতা,
এক কাপ চা’ই বলে দেয় সে কথা।
চায়ের কাপে যায় না তোলা সুর,
বুকের গহীন যেন কষ্ট সমুদ্দুর;
নীল জলের ঢেউয়ে ভাসি ডুবি,
তবুও এক কাপ চা পেতে হই লোভি।
চায়ের কাপে
কবিতা|
১টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৮৪ বার দেখা
| ১২৮ শব্দ ১টি ছবি
হারিয়ে যেতে মন চায় তোমায় নিয়ে দূর অরণ্যে,
যেথায় মুগ্ধতারা অপেক্ষায় আছে তোমার আমার জন্যে;
যেখানে আকাশ গিয়ে থেমেছে, যে আকাশ শুভ্র মেঘে পূর্ণ;
যেখানে মিহি হাওয়া পাতাদের চারপাশে হয় ঘূর্ণ।
তোমার হাত ধরে পালাতে চায় এ মন,
যেখানে নৈঃশব্দের খেলা, আলো ছায়ার পথ নির্জন,
কোথাও
কবিতা|
১টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
১৩৪ বার দেখা
| ১৬৯ শব্দ ১টি ছবি
দিনের মেজাজ ঠান্ডা হয়েছে, এই শুনছো?
শুয়ে শুয়ে মনের ঘরে কোন সে স্বপ্ন বুনছো?
তার চেয়ে ভালো, চলো স্বচ্ছ আকাশ দেখে আসি,
দেখে আসি বিকেলের বুকে নিস্তেজ সূর্যের হাসি।
শুয়েই যদি ছুটির দিন যায় চলে, কী করে তা হয়,
সময় কী আর আমাদের জন্য পড়ে
কবিতা|
১টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৭০ বার দেখা
| ১৪৫ শব্দ ১টি ছবি
ফুল বাসো না ভালো তুমি
কী নিরামিষ মানুষ
কাজ আকাশে ওড়াও শুধু
ব্যস্ততারই ফানুস।
ফুলও দাও না, কও না কানে
তোমায় ভালোবাসি
অনন্তকাল নিলে কেড়ে
আমার ঠোঁটের হাসি!
ঘুরতে যাও না আমায় নিয়ে
বন্দি রাখো ঘরে,
আমার জন্য রোজই সাজাও
বিষাদ থরে থরে।
কী জানি কী মনে তোমার,
জ্বালাও পুড়াও নিত্য
ফুল চেয়েছি চাইনি
কবিতা|
২ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
১১০ বার দেখা
| ৭৬ শব্দ ১টি ছবি
আমায় নিয়া যাবে বন্ধু
আমায় নিয়া যাবে?
এই যে পাহাড় ঐ যে নদী
যেতে মত বদলাবে?
যাবে বন্ধু নদীর পাড়ে
ভাসবে ডিঙি নায়ে,
একটুখানি খোলা হাওয়া
দাও লাগিয়ে গায়ে!
ঐ যে গিরি এই যে ঝর্না
যাবে নিয়ে আমায়?
জীবন খাতায় দেবে গড়ে
সুখের কাব্যনামায়?
ঝর্না ছুঁবো স্বচ্ছ জলের
ইচ্ছে করে যেতে,
ইচ্ছের মালা বায়নার
কবিতা|
১টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৭৬ বার দেখা
| ৭১ শব্দ ১টি ছবি
কালো মেঘ দেখলেই আকাশে ভয় পেতাম খুব
মনে হতো মন আকাশই হয়ে আছে কালো,
দিনের আলো নিভে গেলে মন হতো বিষণ্ণ
ভাবতাম এমন দিন কী তবে আমারই জন্য।
মন বিষণ্ণ সারা বেলাবারোমাস
এখন আর দিন কালোতে পাই না ভয়,
মনের মতই দিন কখনো হয়ে থাকে
কবিতা|
১টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
১০৫ বার দেখা
| ১৩৭ শব্দ ১টি ছবি
চেনা পথে পা বাড়াতেই থেমে যাই, এ পথ আর আমায় নয়
অচেনা পথগুলো এবার হবে আপন, আর আপন করতেই মনে ভয়;
আপন হয়ে রয় না কিছু,
কী আছে সম্মুখে, ভবিষ্যত তো অনায়াসে নেয় পিছু।
ভালো মন্দ যাই হোক একটা কিছু হয়তো অপেক্ষায়
অচেনা পথেই বাড়াতে হবে পা, সময় থাকুক
বন্ধুরে তোর মনটা যেন পাহাড় পর্বত গিরি,
মনের বাড়ী যেতে দেখি পাতা আছে কাঁটার সিঁড়ি
মন যে কেনো হলো না তোর শুভ্র মেঘের আকাশ
তুই কেনো হলি আমার এক নদী দীর্ঘশ্বাস,
পাথর বুকে হলো আমার ব্যথায় বসবাস!
শুভ্র মেঘের আকাশ যদি মনটা হতো তোর,
তুই রে
কবিতা|
১টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
১১৬ বার দেখা
| ১৮০ শব্দ ১টি ছবি