শব্দনীড় এর পুরাতন বন্ধুরা নীড়ে ফিরুন আমাদের জন্য

আমার এবং আমাদের সবার প্রিয় সাহিত্য ব্লগ শব্দনীড়‘কে নিয়ে দুটি কথা-

শুরুতেই শব্দনীড়-এর সকল স্বনামধন্য ও নতুন ব্লগার, কবি, লেখক, গল্পকার, সাহিত্যিক, উপন্যাসিক সহ সবাইকে ধন্যবাদ জানাতে চাই শব্দনীড়ে’র প্রতি তাদের ভালোবাসা এবং বিগত পোস্টগুলোতে স্ব স্বকীয় অবদানের জন্য। যথেষ্ঠ মেধা শ্রম মনন এবং রুচির যে অসাধারণ সম্মিলন ঘটিয়েছেন তার জন্য।

আমরা জানি শব্দনীড় বাংলাদেশে বাংলা সাহিত্যের বহুল পঠিত, পাঠক প্রিয় ও পুরাতন ব্লগ গুলোর একটি। যদিও এখন শব্দনীড় নতুন আঙ্গিকে নতুন করে যাত্রা শুরু করেছে, কিন্তু শব্দনীড়ে’র পুরাতন ব্লগার, কবি, লেখক, গল্পকার, সাহিত্যিক, উপন্যাসিক সবাই শব্দনীড়’কে ভুলে যাননি, ভুলতে পারেন না এবং আবার শব্দনীড়ে ফিরে আসবেন বলে আমার বিশ্বাস। বিশ্বাসটি কে ধরে রাখতেও চাই।

একজন নতুন ব্লগার হিসেবে আমি আপনাদেরকে শব্দনীড়ে স্বাগতম জানাচ্ছি। আসুন আবার জমিয়ে তুলি শব্দনীড়’কে আমাদের নিজেদের স্বার্থে, আমাদের সবার স্বার্থে, সাহিত্যের প্রতি ভালোবাসার স্বার্থে। শব্দনীড় থাকুক ভালোবাসায়।

আনিসুর রহমান সম্পর্কে

এই যে আমি, এই আমার কি সত্যিই কোন অস্তিত্ব আছে ? বোধ করি অস্তিত্ব এবং অস্তিত্বহীনতার এ প্রশ্ন প্রমান নির্ভর নয় । কেননা অতিশয় নগন্য এ অস্তিত্ব উপেক্ষণীয় এই সুবিশাল কর্মযজ্ঞে । কিন্তু সেই মহা শক্তিতে একাত্ব এই সকল কিছুই সর্বদা বিরাজমান । বর্তমান অবস্হান ক্ষনিকের রুপান্তরিত অবস্থা মাত্র । অস্তিত্ববান সকল কিছুই দৃশ্যমান নয় । তবুও অস্তিত্বই চিরন্তন। অন্যথায় অস্তিত্ব হীনতা থেকে অস্তিত্বের সৃষ্টি সম্ভব কি ? অসীম অসংজ্ঞায়িত ∞

19 thoughts on “শব্দনীড় এর পুরাতন বন্ধুরা নীড়ে ফিরুন আমাদের জন্য

  1. আপনার বক্তব্য এবং আহ্বানের প্রতি বিনীত সমর্থন রাখছি মি. আনিসুর রহমান।
    সকলে মিলে একসাথে জোটের সৃষ্টি আনন্দ … অপার এই দৃশ্যের স্বপ্ন আমারও চোখে।

    বক্তব্যটি স্বল্প এবং মৃদু ভাষায় তুলে আনার জন্য বিশেষ ধন্যবাদ আপনাকে। গুডলাক।

    1. আমরা স্বপ্নকে বাঁচিয়ে রাখতে ভালোবাসি, কারন স্বপ্নই আমাদেরকে বাঁচিয়ে রাখে । আপনার সমর্থনে কৃতজ্ঞ বোধ করছি স্যার।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif
      ধন্যবাদ আপনাকেও স্যার ভালবেসে সাথে রাখবার জন্য !https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

  2. সুন্দর আহ্বান। আশা রাখি পুরাতন ব্লগাররা ফিরে আসবেন।

    তারপরেও যেটা বলতে হয় তা হলো – এই লেখায় ঘুরে গেছেন ৩৫জন ব্লগার। অথচ মন্তব্য মাত্র একটি। যারা কোন লেখায় ঘুরে যান সেই লেখায় যদি তারা তাদের ভালো লাগা, মন্দ লাগাটুকু জানিয়ে যান তাহলেই আমার মনে হয় ব্লগ প্রাণবন্ত হয়ে উঠবো

    1. সহমত মোকসেদুল ইসলাম ভাই ! ব্লগিং উপভোগ করতে মন্তব্যের কোন বিকল্প না !

  3. পোস্টের প্রতি অামিও একমত। অনেক ধন্যবাদ অানিসুর রহমান ভাই।

    1. একমত পোষণ করার জন্য অনেক ধন্যবাদ হাফেজ মাসউদ ভাই ! ব্লগে আপনি নতুন হলেও আপনার নিয়মিত উপস্থিতি সবারই নজরে এসেছে বলে আমার মনে হয়। নিয়মিত থাকুন, উপভোগ করুন ব্লগীয় আড্ডা !

    1. অনেক ধন্যবাদ আলমগীর কবির ভাই নতুন পুরাতন সবাইকে স্বাগত জানানোর জন্য। আমি জানি আপনি শব্দনীড়ের পুরাতন ব্লগারদের মধ্যে স্বনামে পরিচিত একজন । আমার বিশ্বাস আপনি যেহেতু আছেন, আপনাকে যারা ভালবাসেন তারাও আসবেন আমাদের এই ভালোবাসার নীড় শব্দনীড়ে।

  4. পুরাতনে যে ডাক দিয়েছেন তা দেখে ভাল লাগছে। যদিও পুরাতনকে কেউ ডাকে না। সবাই চায় নতুন। পুরাতন যা তারে কে মনে রাখে!

    তবুও আপনি পুরাতনের অভিজ্ঞতা নিয়ে সামনে যেতে চান দেখে ভাল লাগছে। আপনার এই আহবানে পুরাতনেরা সাড়া দিবে এটাই আশা করি।

    youtube.com/watch?v=NP1Y0dQ48Wg

    1. আমি জানি আপনিও পুরাতনদের একজন। আপনার মতো যারা পুরাতন ও অভিজ্ঞ তাদের অভিজ্ঞতা নতুনদের চলার পথের পাথেয় । হে অগ্রপথিক ! আপনারা আমাদের পথ দেখাবেন। শেখাবেন পথ চলতে। আমরা আপনাদের অনুসরন করবো। পাড়ি দেব দুর্গম গিড়ি, কান্তার মরু, দুস্তর পারাবার।
      আমরা কৃতজ্ঞ আপনাদের অনুসরন করতে পেরে।

  5. সত্যিই সবাই মিলে একসাথে চলতে ভালো লাগে,
    আপনার আহ্বানের সাথে সহমত।
    শব্দনীড় যাক দূর বহুদূর।

    1. ধন্যবাদ সাহরাজ ভাই সহমত পোষন করার জন্য । আমরা সবাই মিলে শব্দনীড়কে বহুদূর নিয়ে যেতে হবে ।

    1. ধন্যবাদ দাউদুল ইসলাম ভাই । পুরাতন সদস্যদের মধ্যে আপনিও আমাদের অগ্রপথিক । আসাকরি আপনারা নিয়মিত থাকলে আরো পুরাতন ব্লগারদের আমরা আমাদের সাথে পাবো।

  6. অতীতকে কেউ মনে রাখতে চায় না। সবাই নতুনত্ব খোজে।আপনি পুরাতনদের আহ্বান জানিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ।

    1. ধন্যবাদ পলাশ ভাই অনেক দিন বিরতির পর আপনার পুনারাগমনের জন্য !
      পুরাতন অভিজ্ঞতা থেকেই তো নতুন এর উদ্ভব ! পুরাতন কে বাদ দিয়ে নতুন চলতে পারে না । আর ব্লগে সব সদস্যই সমান। তাই বলে পুরাতন বন্ধুদের আমরা যদি যোগ্য সম্মান দিতে না পারি তবে পুরাতনদের সাথে নতুনদের মেলবন্ধন ঘটবে কিভাবে ?

  7. শব্দনীড় আমার অনেক অনেক প্রিয় প্লাটফরম।

মন্তব্য প্রধান বন্ধ আছে।